ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সন-তারিখ ব্যবহার বাধ্যতামূলক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 03:06 PM
Updated : 12 April 2017, 03:06 PM

বুধবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সবস্তরে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে আগে থেকেই সরকারি সিদ্ধান্ত আছে।এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে বাংলা সন ও তারিখ লিখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এটা বাধ্যতামূলক।যদি কেউ বাংলা তারিখ ও সন না লিখেন তাহলে ওই চিঠি বা কাগজপত্র গ্রহণ করা হবে না।”

বাংলা নববর্ষ ১৪২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান উপাচার্য।