দুদকের আরেক মামলায় আসামি হচ্ছেন ইটিভির সাবেক চেয়ারম্যান

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বেসরকারি টেলিভিশন একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 02:28 PM
Updated : 10 April 2017, 02:41 PM
সোমবার দুদকের সংশ্লিষ্ট শাখা থেকে এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদ বিবরণী দাখিল করতে গত বছরের ২১ নভেম্বর আব্দুস সালামকে নোটিস দেয় দুদক। আইন অনুযায়ী সাত কাযদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা ছিল, কিন্তু একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী দালিখ করেননি।গত ৮ জানুয়ারি এই সময় শেষ হয়েছে।

এসব কারণে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রণব।

শিগগিরই এই মামলা করা হবে বলে জানান তিনি।

একুশে টিভির চেয়ারম্যান থাকাকালীন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা রয়েছে।

গত বছরের ২ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় দুদকে উপ-পরিচালক শামসুল আলম মামলাটি করেন। পরে এ মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।