দুদকের আরেক মামলায় আসামি হচ্ছেন ইটিভির সাবেক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2017 08:28 PM BdST Updated: 10 Apr 2017 08:41 PM BdST
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বেসরকারি টেলিভিশন একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদ বিবরণী দাখিল করতে গত বছরের ২১ নভেম্বর আব্দুস সালামকে নোটিস দেয় দুদক। আইন অনুযায়ী সাত কাযদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা ছিল, কিন্তু একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী দালিখ করেননি।গত ৮ জানুয়ারি এই সময় শেষ হয়েছে।
এসব কারণে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রণব।
শিগগিরই এই মামলা করা হবে বলে জানান তিনি।
একুশে টিভির চেয়ারম্যান থাকাকালীন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা রয়েছে।
গত বছরের ২ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় দুদকে উপ-পরিচালক শামসুল আলম মামলাটি করেন। পরে এ মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।
-
পদ্মা সেতু খুলেছে, হাত নেড়ে কুল পাচ্ছে না ঢাকার ট্রাফিক পুলিশ
-
ভিসামুক্ত কমনওয়েলথ চান মোমেন
-
পুলিশি অভিযানের মধ্যে ঢাকায় ১০ তলা থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
৯০ লঞ্চ পদ্মা পাড়ে, ঢাকার সদরঘাট শূন্য
-
সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
-
প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
-
পদ্মা সেতু উদ্বোধনে ডিএমপির আনন্দ র্যালি
-
টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল