সাক্কুকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 08:20 AM
Updated : 31 March 2017, 08:20 AM

দুই কেন্দ্রের ভোট স্থগিত থাকলেও ওই কেন্দ্রগুলোর ভোটের চেয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল সাক্কুকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, “আজ (শুক্রবার) আমার স্বাক্ষরিত লিখিত ফলাফল প্রার্থীদের দিয়ে দেব।”

রিটার্নিং কর্মকর্তা জানান, এই নির্বাচনে দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ৩২ হাজার ৬৯০ জন।বাতিল হয়েছে চার হাজার ৮৩০ ভোট, বৈধ ভোটের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৮৬০টি।

ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সাক্কু ৬৮ হাজার ৯৪৮টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩টি।

একই পদে মো. মামুনুর রশীদ টেবিল ঘড়ি প্রতীকে ৭৬৬টি এবং শিরিন আক্তার তারা প্রতীকে ২৮৩টি ভোট পেয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা বলেন, দুটি কেন্দ্রের ভোট স্থগিত ছিল, এই দুই কেন্দ্রের মোট ভোটার পাঁচ হাজার ২৫৫ জন।

“স্থগিত ঘোষিত দুটো কেন্দ্রের মোট ভোট প্রথম প্রতিদ্বন্দ্বীর থেকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য ১১ হাজার ৮৫টি থেকে কম হওয়ায় সরকারিভাবে মনিরুল হককে বিজয়ী ঘোষণা করা হল।”

স্থগিত দুই কেন্দ্রে মেয়র প্রার্থীর জন্য নতুন করে ভোট নেওয়ার আর দরকার নেই বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।