সাগরে লঘুচাপ, চৈত্রেও বৃষ্টি

পঞ্জিকার হিসেবে সময়টা চৈত্রের শুরু হলেও লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 04:23 AM
Updated : 20 March 2017, 04:34 AM

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমি লঘুচাপ। এর প্রভাবেই বৃষ্টি।

সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীর ঢাকায়। দিনের শুরুতেই এমন আবহাওয়ায় বিপাকে পড়েছে স্কুলগামী শিশু আর অফিসযাত্রীরা। বিভিন্ন সড়কে যানজটেরও খবর পাওয়া গেছে।  

সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।