দ্বিতীয় মেয়াদে জগন্নাথের উপাচার্য মীজানুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মীজানুর রহমান আরও চার বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:33 PM
Updated : 19 March 2017, 01:47 PM

তাকে আরও এক মেয়াদে ওই দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর ২০১৩ সালের ১৯ মার্চ চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

১৯৫৮ সালে কুমিল্লায় জন্ম নেওয়া মীজানুর ১৯৮২ সালে প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। পরে ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি।

১৯৯৪ সালে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে সোশাল মার্কেটিংয়ের ওপর গবেষণার জন্য তিনি পিএইচডি ডিগ্রি পান।

অধ্যাপক মীজানুরের গবেষণাধর্মী পুস্তক ‘কৃষিপণ্যের বাজারজাতকরণ’ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৯২ সালে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য একাধিক পাঠ্যবই লিখেছেন তিনি।