স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুই বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পুনর্গঠন করে ‘স্বাস্থ্য সেবা’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ নামে দুটি বিভাগ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:59 AM
Updated : 19 March 2017, 11:59 AM

‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আদেশ দিয়েছেন বলে গত ১৬ মার্চ এক প্রজ্ঞাপনে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

আলাদা এক আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘অ্যালোকেশন অব বিজনেস’ সংশোধন করে নবগঠিত দুই বিভাগের অধীনে মন্ত্রণালয়ের কার্যক্রমও বিন্যস্ত করা হয়েছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পুনর্গঠন করে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা’ বিভাগ করে সরকার।

পরে গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন করে ‘জননিরাপত্তা’ এবং ‘সুরক্ষা সেবা’ নামে দুটি আলাদা বিভাগ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ করায় এখন উভয় বিভাগেই একজন করে সচিব নিয়োগ দেবে সরকার। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে আছেন মো. সিরাজুল ইসলাম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদেরও আলাদা আদেশে দুটি বিভাগের অধীনে ন্যস্ত করা হবে।