ডা. সাবরিনা নুসরাতের জন্য প্রধানমন্ত্রীর এক কোটি টাকা অনুদান

বাংলাদেশ বিমানবাহিনীর একজন কর্মকর্তার স্ত্রীর চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 09:13 AM
Updated : 15 March 2017, 10:38 AM

বুধবার নিজের কার্যালয়ে তিনি স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের হাতে অনুদানের চেক তুলে দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

গত ১৯ অক্টোবর বিকালে ঢাকার হোটেল র‌্যাডিসনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন সাবরিনা নুসরাত। মুখমণ্ডল ও মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত তার চিকিৎসায় এক কোটি ৭৫ লাখ টাকা খরচ হয়েছে বলে ইহসানুল করিম জানান।

দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন সাবরিনা নুসরাতকে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বুধবার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।