কালবৈশাখী আসছে

চলতি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে পাঁচ-ছয় দিন কালবৈশাখী, বজ্র-ঝড় ও তাপদাহের দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 04:34 PM
Updated : 2 March 2017, 04:34 PM

বৃহস্পতিবার মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ও বজ্র-ঝড়  হতে পারে। এসময় দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখীসহ বজ্র-ঝড় হতে পারে।

মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়। চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও এতে বলা হয়।

সামছুদ্দিন জানান, এ মাসে দিনের তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিকের (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

“মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু তাপ প্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।”