জ্যেষ্ঠ সচিব মাহবুবের চুক্তির মেয়াদ বাড়ল

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 09:30 AM
Updated : 28 Feb 2017, 09:30 AM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার মাহবুবের চুক্তির মেয়াদ ২০১৯ সালের ৮ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করে।

চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর মাহবুবকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার, যা ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে কার্যকরা ধরা হয়।

মেয়াদ বাড়ার ক্ষেত্রে মাহবুবের নিয়োগের শর্ত সরকার নির্ধারিত চুক্তিপত্র অনুযায়ী ঠিক হবে বলে জানানো হয় আদেশে।

১৯৮২ ব্যাচের কর্মকর্তা মাহবুব আহমেদ সহকারি কর কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন।

মানিকগঞ্জে জন্ম নেওয়া মাহবুব বাণিজ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদেও দায়িত্বে পালন করেছেন।