ঠেঙ্গারচর ‘উপযুক্ত’ করে পাঠানো হোক রোহিঙ্গাদের: সংসদীয় কমিটি

‘উপযুক্ত’ ব্যবস্থা নিয়ে তবেই রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পাঠানোর মত এসেছে সংসদীয় কমিটির বৈঠকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 04:08 PM
Updated : 26 Feb 2017, 04:08 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মত আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঠেঙ্গারচরে পাঠানোর পরিকল্পনা সম্প্রতি প্রকাশের পর থেকে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।

ঠেঙ্গারচরটি বসবাসের উপযোগী নয় দাবি করে রোহিঙ্গাদের সেখানে না পাঠাতে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন আহ্বান জানিয়ে আসছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে মতামত ব্যক্ত করা হয় যে, রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ভিত্তিতে হলেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই তাদের ঠেঙ্গারচরে স্থানান্তরিত করা হবে। এখানে তাদের প্রতি অমানবিক আচরণের প্রশ্নই ওঠে না।”

এ বিষয়ে কথা বলার জন্য কমিটির সভাপতি দীপু মনির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মেঘনার মোহনার ছোট দ্বীপ ঠেঙ্গারচর বাসযোগ‌্য নয় বলে এই মাসের শুরুতে একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল নোয়াখালী বন বিভাগ।

তবে গত বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো নোয়াখালী জেলা প্রশাসনের এক প্রতিবেদনে বলা হয়, অবকাঠামো নির্মাণ করে রোহিঙ্গাদের সেখানে পাঠানো সম্ভব।

সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নেওয়ার সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয় এবং ‘ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় মর্মে এবং রোহিঙ্গাদের বিরান ভূমিতে বাসের অযোগ্য স্থানে স্থানান্তর করার অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ’ ইত্যাদি প্রচারণার নিন্দা জানানো হয়।

বৈঠকে বলা হয়, “বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ যেভাবে তাদের প্রতি মানবিক আচরণ করছে তাতে এ ধরনের প্রশ্ন উত্থাপন অযৌক্তিক।”

রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতেও সরকারকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।