শপথ নিলেন হাই কোর্টের আট বিচারক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া আট বিচারক শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 05:50 AM
Updated : 12 Feb 2017, 05:50 AM

রোববার সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পর্যায়ক্রমে আট বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথের দিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে।

এই আট বিচারক হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম, বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত মঙ্গলবার তাদের স্থায়ী নিয়োগের আদেশ জারি করে।

এই আট বিচারকসহ মোট দশজনকে হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি। তাদের মধ্যে জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী গত ডিসেম্বরে মারা যান।

এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলীও ওই সময় বিচারক হিসেবে নিয়োগ পান। তাকে স্থায়ী করা হয়নি।

রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।