তিন উপজেলায় ভোট ৬ মার্চ

দলীয় প্রতীকে প্রথমবারের মতো উপজেলা নির্বাচন হতে যাচ্ছে ৬ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 05:02 PM
Updated : 1 Feb 2017, 05:02 PM

নির্বাচন কমিশনের উপ সচিব ফরহাদ আহাম্মদ খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুসারে, পরিষদের তিনটি পদে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ৬ মার্চ।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এ তিন পদেই ভোট হবে দলীয়ভাবে।

বিদায়ের আগে এনিয়ে ১৮টি উপজেলা পরিষদে ভোটের তারিখ দিল কাজী রকিব উদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশন।

নতুন ইসির অধীনে এ নির্বাচন হবে।

উপনির্বাচনও ৬ মার্চ

ইসি কর্মকর্তা ফরহাদ জানান, আরও ১৫টি উপজেলা পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন হবে ৬ মার্চ।

এসব উপজেলা হচ্ছে- চেয়ারম্যান পদে কুড়িগ্রাম সদর, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর।

ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ।

নারী ভাইস চেয়ারম্যান পদে পাবনার ঈশ্বরদী, কুমিল্লার সদর দক্ষিণে ভোট হবে।

স্বতন্ত্র প্রার্থিতায় ২৫০ ভোটার, অনলাইনেও মনোনয়ন

ফরহাদ আহাম্মদ খান জানান, স্থানীয় সরকারের এ উপজেলা পরিষদের সব পদেই দলীয়ভাবে ভোট হচ্ছে।

ইতোমধ্যে নিবন্ধিত দলগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থিতায় ২৫০ ভোটারের সমর্থনসূচক তালিকা জমা দিতে হবে। আগে উপজেলা পরিষদে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকলে এবার সমর্থনসূচক তালিকা দিতে হবে না।

এবার জেলা পরিষদের মতো উপজেলায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।