বাংলাদেশ থেকে ভারতীয় ভিসায় রেকর্ড

গত বছর বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে জানিয়ে দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভিসা প্রক্রিয়া সহজ করার সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 07:46 PM
Updated : 11 Jan 2017, 07:46 PM

সীমান্ত জেলা যশোরে বুধবার একটি নতুন ভিসা সেন্টার উদ্বোধন করে তিনি বলেন, “বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করতে আমাদের প্রচেষ্টা অসাধারণ ফল দিয়েছে।”

নতুন এই সেন্টার নিয়ে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি, যা বিশ্বের যে কোনো দেশে দেশটির ভিসা সেন্টারের চেয়ে বেশি।

হাই কমিশনার বলেন, “গত বছর, ২০১৬ সালে, আমরা বাংলাদেশের নাগরিকদের ১০ লাখের কাছাকাছি ভিসা ইস্যু করেছি- যেটা রেকর্ড।

“যে কোনো বছরে ইস্যু করা ভিসার সংখ্যার বিচারে এটা সবচেয়ে বেশি এবং বিগত বছরগুলোর তুলনায় অনেক বাড়ার প্রমাণ।”

২০১৭ সালে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রেকর্ড ভিসা ইস্যু নিয়ে শ্রিংলা বলেন, “এটা ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের শক্ত বন্ধনের প্রমাণ। আমাদের দুই দেশের মানুষের সীমান্তের দুই পারে পারিবারিক সম্পর্ক রয়েছে এবং দূরত্ব শুধু পথের, মানসিকভাবে আমরা একই লোক।”

বাংলাদেশিদের ভারত ভ্রমণ এবং দেশটির ভিসা প্রাপ্তি সহজ করতে গত বছর বেশ কয়েকটি উদ্যোগ নেয় দেশটির হাই কমিশন।  

তারা জুনে ঈদের আগে ঢাকায় ভিসা ক্যাম্প করে, যেখান থেকে ৫৫ হাজারের বেশি মানুষ ভিসা সংগ্রহ করে। অক্টোবরে শিক্ষার্থীদের জন্যও একই ধরনের একটি ক্যাম্প করা হয়।