চার ঘণ্টায় বাক্সে পড়েছে ‘৩০% ভোট’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের অর্ধেক বেলায় ৩০ শতাংশ ভোট বাক্সে পড়ার তথ‌্য দিয়ে ইসি কর্মকর্তারা বলেছেন, দিন শেষে ভোটের হার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 06:53 AM
Updated : 22 Dec 2016, 11:56 AM

পৌনে পাঁচ লাখ ভোটারের ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে সিটি নির্বাচনের ভোট শুরু হয়; চলবে বিকাল ৪টা পর‌্যন্ত। এরপর শুরু হবে গণনা, ফল ঘোষণা হবে নারায়ণগঞ্জ ক্লাবে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টা পর্যন্ত গড়ে ৩০ শতাংশের মত ভোট কাস্ট হয়েছে।”

চার ঘণ্টার ভোট শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত যে খবর পাচ্ছি, তাতে টার্ন আউট খুব ভালো।

“সিটি নির্বাচনে মেয়রদের পাশাপাশাশি কাউন্সিলররা সক্রিয় থাকায় দিন শেষে নারায়ণগঞ্জে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি।”

২০১১ সালের নির্বাচনে এ সিটিতে প্রায় ৬৯.৯২ শতাংশ ভোট পড়েছিল জানিয়ে তিনি বলেন, “এবারও উৎসবমুখর ভোট হচ্ছে। পরিবেশে আমরা খুবই সন্তুষ্ট। পরিস্থিতি সর্বক্ষণ মনিটর করা হচ্ছে।”

রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগ ঘটেনি। সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটের খবর এসেছে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। প্রধান দুই দলের এজেন্টরা উপস্থিতি রয়েছেন কেন্দ্রে কেন্দ্রে; ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

নির্বাচনী কর্মকর্তারা জানান, সকালে ভোটারদের লাইনে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভিড় বেড়েছে।

হাজী সামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, প্রথম দুই ঘণ্টায় তার কেন্দ্রে ২২৮০ ভোটারের মধ্যে ৫০০ জন ভোট দেন।

“সব মেয়র প্রার্থীর এজেন্ট না থাকলেও কাউন্সিলরদের এজেন্ট রয়েছে। কারও কোনো অভিযোগ নেই, সুন্দরভাবে ভোট চলছে,” বলেন তিনি।

মিজমিজি পাইনাদি রেকত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নাছিরুল হক জানান, তার কেন্দ্রের ২৬০৮ ভোটের মধ্যে বেলা ১০টা পর্যন্ত দুই শতাধিক ভোট পড়ে।

“নারী ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি। দুই ঘণ্টায় ৮-১০ শতাংশ ভোট পড়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি কারও কাছে; শান্তিপূর্ণ ভোট হচ্ছে,” বলেন তিনি।

সানারপাড় রওশন আরা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন প্রথম দুই ঘণ্টায় তার কেন্দ্রে ১৬ শতাংশ ভোট পড়ার তথ্য দেন।

“২১২৪ ভোটারের মধ্যে ৩৫০ জন ভোট দিয়েছেন। কেন্দ্রের ভেতরে-বাইরে পরিবেশও ভালো; শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট চলবে।”

দুই ঘণ্টায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩ শতাংশ ভোটার তাদের রায় দিয়েছেন, বলে জানান প্রিজাইডিং অফিসার ফয়েজ আহমদ। তার কেন্দ্রে ভোটার ৩৪২০ জন।

এক হাজার ৯৭৪ ভোটারের আনন্দলোক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আড়াই ঘণ্টায় ২০ শতাংশের বেশি ভোট পড়ার কথা জানান প্রিজাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিন ঘণ্টা পর আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মীর বাহাউদ্দিন আহমেদ তার কেন্দ্রে ২৫ শতাংশের বেশি ভোট পড়ার তথ্য দেন।

৪টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও তার আগে যারা কেন্দ্রে ঢুকবেন, তাদের সবার ভোটই নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে ভোটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেছেন, নির্বাচন ‘সুষ্ঠু ও সুন্দরভাবেই’ হচ্ছে।

সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ফল যাই হোক, তারা মেনে নেবেন। 

আইভী-সাখাওয়াত ছাড়াও মেয়র পদে ভোটের লড়াইয়ে রয়েছেন কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাছুম বিল্লাহ।

ব্যালটে নাম থাকলেও বিএনপির প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন এলডিপির কামাল প্রধান এবং কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলরের নয়টি পদে ৩৮ জন এবং ওয়ার্ড কাউন্সিলরের ২৭টি পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।