নিঃসংকোচে ভোটকেন্দ্রে যান: শাহনেওয়াজ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2016 05:15 PM BdST Updated: 19 Dec 2016 05:42 PM BdST
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
পাশাপাশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার নিজের কার্যালয়ে এ নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, “কেউ যদি কোনো গোলমাল করার চেষ্টা করে কোনো ছাড় দেওয়া হবে না। সবাই দেখবে নির্বাচনটায় আমরা শক্ত অবস্থান নিয়েছি এবং অভিজ্ঞতার ভাণ্ডার উজাড় করে দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করছি।”
আগামী ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জে ভোট চলবে।
এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ জানান, ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিরা শঙ্কা করতেই পারেন।
“মানুষের মনে শঙ্কা আসতেই পারে। তবে কমিশন সার্বিকভাবে ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবই ব্যবস্থা নেবে।
“গতবারও অনেক শঙ্কা করা হয়েছিল, কিন্তু আদৌ সে রকম কিছু ঘটেনি। এবারও আলাদা কোনো ব্যবস্থা না নিয়ে সবার জন্যে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করছি আমরা। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য বাড়ানো হবে, তৎপরতাও বাড়ানো হবে।”
নির্বিঘ্নে নারায়ণগঞ্জ নির্বাচন সম্পন্ন করতে কমিশনের শক্ত অবস্থানে থাকার কথা জানিয়ে তিনি বলেন, “কোনো গোলমাল ও অনিয়ম সহ্য করা হবে না। আমরা শঙ্কার অবস্থানে নেই; নিঃসংকোচে সবাইকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। ভোটারদের আহ্বান জানাই-আপনার ভীত হবেন না, নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।”
এ নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে; প্রতিটি ওয়ার্ডে নির্বাহী হাকিম থাকবেন।
ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
-
কোভিড-১৯: মহাখালীতে চালু হল ২১২টি আইসিইউ শয্যার হাসপাতাল
-
বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা
-
মামুনুল গ্রেপ্তার
-
ডিএনসিসির হাসপাতাল হবে সবচেয়ে বড়, চালু রোববার
-
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
-
ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাই কোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
লকডাউনে জামিন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- বোলিংয়ে খরুচে, ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব