নিঃসংকোচে ভোটকেন্দ্রে যান: শাহনেওয়াজ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2016 05:15 PM BdST Updated: 19 Dec 2016 05:42 PM BdST
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
পাশাপাশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার নিজের কার্যালয়ে এ নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, “কেউ যদি কোনো গোলমাল করার চেষ্টা করে কোনো ছাড় দেওয়া হবে না। সবাই দেখবে নির্বাচনটায় আমরা শক্ত অবস্থান নিয়েছি এবং অভিজ্ঞতার ভাণ্ডার উজাড় করে দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করছি।”
আগামী ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জে ভোট চলবে।
এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ জানান, ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিরা শঙ্কা করতেই পারেন।
“মানুষের মনে শঙ্কা আসতেই পারে। তবে কমিশন সার্বিকভাবে ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবই ব্যবস্থা নেবে।
“গতবারও অনেক শঙ্কা করা হয়েছিল, কিন্তু আদৌ সে রকম কিছু ঘটেনি। এবারও আলাদা কোনো ব্যবস্থা না নিয়ে সবার জন্যে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করছি আমরা। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য বাড়ানো হবে, তৎপরতাও বাড়ানো হবে।”
নির্বিঘ্নে নারায়ণগঞ্জ নির্বাচন সম্পন্ন করতে কমিশনের শক্ত অবস্থানে থাকার কথা জানিয়ে তিনি বলেন, “কোনো গোলমাল ও অনিয়ম সহ্য করা হবে না। আমরা শঙ্কার অবস্থানে নেই; নিঃসংকোচে সবাইকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। ভোটারদের আহ্বান জানাই-আপনার ভীত হবেন না, নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।”
এ নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে; প্রতিটি ওয়ার্ডে নির্বাহী হাকিম থাকবেন।
ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
-
বঙ্গবন্ধুর মতাদর্শ সারা পৃথিবীর জন্যই প্রাসঙ্গিক: অমর্ত্য সেন
-
দুদকের ‘সরল বিশ্বাসের ভুল’ অদক্ষতার প্রমাণ: টিআইবি
-
রাজধানীতে বাসচাপায় সংবাদকর্মী নিহত
-
জলবায়ু পরিবর্তন: একসঙ্গে কাজ করতে কেরি-মোমেন ফোনালাপ
-
ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
-
সহিংসতা ‘কমই হয়েছে’, বললেন ইসি সচিব
-
‘ভালো লাগে না’ রোগে ভুগছেন তারা: প্রধানমন্ত্রী
-
বনানীর রেইন ট্রিতে ধর্ষণ মামলায় সাক্ষ্য শেষ পর্যায়ে
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত