মালিকের হাতে ফিরল হলি আর্টিজান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2016 06:46 PM BdST Updated: 29 Jun 2017 10:06 PM BdST
-
-
জঙ্গি হামলার আগে হলি আর্টিজান বেকারি ছিল এমনই
-
জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর হলি আর্টিজান বেকারি
-
নজিরবিহীন জঙ্গি হামলায় আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হওয়া গুলশানের হলি আর্টিজান বেকারি সাড়ে চার মাস পর প্লট মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
Related Stories
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্লটমালিক সামিরা আহম্মদ তার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন।
“আদালত অনুমতি দেওয়ায় আমরা ওই জমি ও ভবন রোববার বিকালে প্লট মালিকের কাছে হস্তান্তর করেছি।”
গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটটি ১৯৭৯ সালে ‘আবাসিক ভবন কাম ক্লিনিক গড়ে তোলার জন্য’ ডা. সুরাইয়া জাবিনকে বরাদ্দ দেওয়া হয়। গুলশান লেকের পার ১৯৮২ সালে ওই প্লটের একপাশে গড়ে তোলা হয় লেকভিউ ক্লিনিক।

জঙ্গি হামলার আগে হলি আর্টিজান বেকারি ছিল এমনই
সুরাইয়া জাবিনের মৃত্যুর পর প্লটের মালিক হন তার মেয়ে সামিরা আহম্মদ ও সারা আহম্মদ। সামিরার স্বামী সাদাত মেহেদী তার বন্ধু নাসিমুল আলম পরাগসহ কয়েকজন মিলে ২০১৪ সালের জুনে ওই জমির খালি অংশে গড়ে তোলেন হলি আর্টিজান বেকারি।
লেকের ধারে খোলামেলা পরিবেশে দ্বিতল ভবনের ওই ক্যাফে দ্রুত বিদেশিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ক্যাফের সঙ্গে সবুজ লনে বিদেশি অনেকে চাদর বিছিয়ে রোদ পোহাতেন, শিশুদের খেলার পর্যাপ্ত জায়গাও ছিল।
জনপ্রিয়তা বাড়ায় এক সময় মূল ফটকের ঠিক পাশেই বসানো হয় পিজা কর্নার। চলতি বছরের শুরুতে যোগ হয় আইসক্রিমের স্টল।
এরপর রোজার মধ্যে ১ জুলাই রাতে একদল জঙ্গি হলি আর্টিজানে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

সাঁজোয়া যান নিয়ে ওই অভিযানে হলি আর্টিজান বেকারি অনেকটাই বিধ্বস্ত হয়। ওই প্লটের দায়িত্ব নেয় পুলিশ। ফটকে তালা দিয়ে বসানো হয় সার্বক্ষণিক প্রহরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, তদন্ত ও আলমত সংরক্ষণের প্রয়োজনে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে কূটনৈতিক পাড়া গুলশানের নিরাপত্তা ভেদ করে ওই হামলার ঘটনার পর আসাসিক প্লট ও ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর হলি আর্টিজান বেকারি
ইজারার শর্ত ভঙ্গ করায় এরপর রাজউকের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়। সেই নোটিস মালিকের হাতে না পৌঁছানোয়, হলি আর্টিজানের ফটকে ঝুলিয়ে দেওয়া হয় নোটিস।
এরপর প্লটের মালিক আদালতে গেলে সম্প্রতি বিচারক তার পক্ষেই আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে পুলিশ রোববার নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয়।
সামিরা আহমেদের স্বামী সাদাত মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আবার তাদের প্রতিষ্ঠানগুলো চালু করবেন।
“আমরা আদালতের কাছে ওইরকম আবেদন করেছি, আদালত আমাদের অনুমতি দিয়েছে।”
হলি আর্টিজান বেকারির বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন আছে কি না জানতে চাইল মেহেদী বলেন, “ওই প্লট অবৈধ ছিল না। এর বাণিজ্যিক কার্যক্রম চালানোর পারমিশন ছিল না। আমরা আপাতত লেকভিউ হাসপাতালটা চালাব।”
হলি আর্টিজান বেকারি আবার চালু হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “আমরা সেখানে থাকব ইনশাল্লাহ।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি জেনেছি। পরবর্তী করণীয় ঠিক করতে আমরা সেখানে লোক পাঠিয়েছি।”
-
চার বছর মর্গে মার্কিন নাগরিকের লাশ, সমাধি হল গাজীপুরে
-
পদ্মা: জীবন-মৃত্যু সুতোয় বাঁধা
-
‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
-
পদ্মা সেতু উদ্বোধন: হাতিরঝিলে বর্ণিল সাজ, ব্যানারে ছেয়েছে নগরী
-
পদ্মা সেতু বাঙালিকে দুর্নীতিমুক্ত বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
-
পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে: রাষ্ট্রপতি
-
পদ্মা বাঁধার জয়োৎসব
-
পদ্মার দুই তীরে উৎসবের রঙ
-
পদ্মা নদী যাদের জন্য জীবন-মৃত্যুর সুতোয় বাঁধা
-
চার বছর মর্গে মার্কিন নাগরিকের লাশ, সমাধি হল গাজীপুরে
-
‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
-
পদ্মা বাঁধার জয়োৎসব
-
পদ্মা সেতু উদ্বোধন: হাতিরঝিলে বর্ণিল সাজ, ব্যানারে ছেয়েছে নগরী
-
পদ্মা সেতু বাঙালিকে দুর্নীতিমুক্ত বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট