দিন শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর দেখে: তথ‌্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দশক পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রাত‌্যহিক জীবনের সঙ্গে এই ইন্টারনেট সংবাদপত্রটির সংযোগের কথা জানালেন তথ‌্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ‌্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 02:43 PM
Updated : 23 Oct 2016, 07:11 PM

“আমার দিন শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখে এবং দিন শেষ করিও বিডিনিউজ টোয়েন্টিফোর দেখে। একটি নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম বলতে যা বোঝায়, তা হচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”

অন‌্য অনেকের সঙ্গে রোববার রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘দুর্দান্ত ১০ বছর’ পূর্তির অনুষ্ঠানে এসে একথা বলেন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপর নিজের ভরসার কথা তুলে ধরে তিনি বলেন, “গত দশ বছর অত্যন্ত সুনামের সঙ্গে অতিবাহিত করেছে। আগামী ১০ বছরে বিডিনিউজ টোয়েন্টিফোর পৃথিবীর সেরা পোর্টালগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

সরকার আর রাজনৈতিক দলের নীতি-নির্ধারক; বিচারপতি-আইনজীবী, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক-সাংবাদিক, সংস্কৃতিকর্মী-সংগঠক, সামরিক-বেসামরিক কর্মকর্তা আর নানা ক্ষেত্রে বাঁক বদলের সাক্ষীরা অংশ হন আনন্দঘন এই উদযাপনে।