সৈয়দ হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 01:35 PM
Updated : 27 Sept 2016, 01:35 PM

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা।

“তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।

“তার অসংখ্য কবিতা, প্রবন্ধ ও গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে।”

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ শামসুল হক। মঙ্গলবার বিকালে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহিত্যের সব ক্ষেত্রে সদর্প বিচরণকারী সৈয়দ হকের বয়স হয়েছিল ৮১ বছর। লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

তার মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় আনন্দ আয়োজন স্থগিত করা হয়েছে। শেখ হাসিনার ৭০তম জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছিল সৈয়দ হককে।

সৈয়দ হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও মনোরোগ চিকিৎসার পাশাপাশি লেখালেখিতে সক্রিয়। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের।

সৈয়দ হকের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।