কোচিং সেন্টারে নয়, ভালো শিক্ষকদের শ্রেণিকক্ষেই তাদের পারদর্শিতা দেখানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
Published : 25 Sep 2016, 07:03 PM
রোববার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোচিং বাণিজ্য বন্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়।
“কতিপয় শিক্ষক নামধারী অসাধু ব্যক্তি পরিচালিত কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকরা ঐক্যবদ্ধ হলে ক্লাসরুম শিক্ষা কার্যক্রমে এসব শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।”
সৃজনশীল পদ্ধতিসহ শ্রেণিকক্ষে পাঠদানে আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারি সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষকরা ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে ‘ট্র্যাপ’ করবেন এটা মেনে নেওয়া যায় না।
“অভিভাবকদের সহযোগিতা পেলে এ ধরনের শিক্ষক নামধারীদের কোচিং ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।”
শিক্ষাখাতে উন্নতির জন্য শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, হাতেগোনা কিছু শিক্ষকের ব্যবসায়ী মনোবৃত্তির জন্য বিপুল সংখ্যক নিবেদিতপ্রাণ শিক্ষকের অবদান ম্লান হচ্ছে।
সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদও বক্তব্য দেন।