ঢাকায় বন্ধ ম‌্যাচ ফ‌্যাক্টরিতে শিশুর লাশ

রাজধানীর কদমতলীতে সাত বছর বয়সী এক শিশুকে হত‌্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2016, 10:59 AM
Updated : 21 Sept 2016, 01:58 PM

আবদুল্লাহ নামের শিশুটিকে বুধবার বেলা ৩টার দিকে বন্ধ থাকা উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলেটির বাবা মোস্তফা মিয়া স্থানীয় পল্লী বিদ‌্যুৎ কার্যালয়ের গাড়ি চালক। আর মা আয়েশা বেগম স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। শ্যামপুরের আলীবহর এলাকার এক বাসায় তারা ভাড়া থাকেন।

আয়েশা ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, পাশের বাসার এক নারীর কাছে খবর পেয়ে ম্যাচ ফ্যাক্টরির ভেতরে ঢুকে কাদা-পানির মধ্য রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখেন তারা।

ছেলেটির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন দেখেছেন বলে জানান তার মা।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উজালা ম্যাচ ফ্যাক্টরি বর্তমানে বন্ধ রয়েছে।

শিশুটিকে হত‌্যা করা হয়েছে বলে সন্দেহের কথা জানিয়ে ওসি বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।