ব‌্যর্থতা স্বীকার ওবায়দুল কাদেরের

প্রায় চার বছর আগে মন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশময় ছোটাছুটি করে আলোচিত হলেও সড়কে এখনও শৃঙ্খলা আনতে না পারার ব‌্যর্থতা স্বীকার করেছেন ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2016, 11:43 AM
Updated : 19 Sept 2016, 11:47 AM

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ‌্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, “অবকাঠামোগত উন্নয়নে কিছুটা সফলতা দাবি করতে পারলেও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সফলতা দাবি করতে পারি না।”

এবার ঈদের ছুটির সময় মহাসড়কে দুর্ঘটনায় অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে এই স্বীকারোক্তি সড়ক পরিবনমন্ত্রীর; তবে তার দাবি, সড়ক নয়, বেপরোয়া চালকরাই এসব দুর্ঘটনার মূল কারণ।   

রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানেও বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করে তিনি বলেন, “অদক্ষ চালকদের জন্যই ঈদের সময় দুর্ঘটনাগুলো ঘটছে, যা মৃত্যুর মিছিল বললে ভুল হবে না।

“রাস্তা ভালো করেও এখন বিপদ হচ্ছে। আগে ভাঙ্গা রাস্তায় ধীর গতিতে চলত।”

এ থেকে উত্তরণের পথ কী, তাও খুঁজছেন তিনি।

মহাসড়কে আলাদা লেইন করার পাশাপাশি অটোরিকশা ও রিকশার মতো যানের বিকল্প খুঁজে বের করার উপর জোর দেন মন্ত্রী।

সড়কে ওবায়দুল কাদেরের এরকম বিচরণ সব সময়ের চিত্র

সড়কে আই অমান‌্যের জন‌্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ওবায়দুল কাদের।

“সাধারণ জনগণ ট্রাফিক আইন মানলেও অসাধারণ লোকদের ট্রাফিক আইন মানানো কঠিন।”

অনুষ্ঠানে পদ্মা সেতু, কর্নফুলী টানেল, মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

‘গায়ে পড়ে মধ্যবর্তী নির্বাচনে কেন যাব’

মধ‌্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি করলেও সরকার তাতে কোনো চাপ অনুভব করছে না বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা রয়েছে কি না- এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “মধ্যবর্তী নির্বাচন কী কারণে হবে? এ নিয়ে দেশে-বিদেশে কোনো যুক্তি সংগত বা বাস্তবসম্মত তাগিদ বা চাপ অনুভব করিনি।”

মিট দ‌্য প্রেস অনুষ্ঠানে ওবায়দুল কাদের

বিএনপির দিকে ইঙ্গিত করে কাদের বলেন, “তারা নির্বাচনে আসেনি এবং আরেকটি নির্বাচন করানোর মতো পরিস্থিতিও তারা সৃষ্টি করতে পারেনি।

“জনগণকে নিয়ে ৯০ এর মত একটা গণ আন্দোলনের মতো পরিবেশ সৃষ্টি করতে পারেননি, এমনকি ৫০০ লোকের একটি মিছিলও তারা করতে পারেননি। তাহলে কেন আমরা গায়ে পড়ে একটা মধ্যবর্তী তামাশা, নাটক বা রসিকতা করতে যাব?”     

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।