আজিমপুরে নিহত ‘জঙ্গি’ গাইবান্ধার তানভীর কাদেরি
জ্যেষ্ঠ প্রতিবেদক ও গাইবান্ধা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2016 12:40 AM BdST Updated: 13 Sep 2016 11:27 AM BdST
আজিমপুরের আস্তানায় অভিযানের সময় মৃত উদ্ধার ‘জঙ্গি’র পরিচয় রাজশাহীর বোয়ালিয়ার শমসেদ বলে জানানো হলেও পুলিশ এখন বলছে, সেটা তার প্রকৃত পরিচয় নয়।
তিনি আসলে গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের এস এম বাতেন কাদেরির ছেলে তানভীর কাদেরি ওরফে সিপার।
তার বাবা ও বোনসহ তিন জনকে সোমবার আটক করে জিজ্ঞাসাবাদে এই পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা আড়াইটার দিকে বাতেন, তার মেয়ে তানজিলা কাদেরি ও মেয়েজামাই জিয়াউল ইসলামকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।”
শনিবার সন্ধ্যায় বিজিবি সদরদপ্তরের ২ নম্বর গেইটের কাছে আজিমপুর ২০৯/৫ নম্বর বাড়িতে অভিযানের সময় সেখানে এক যুবকের লাশ পাওয়া যায়। সেসময় পাল্টাপাল্টি আঘাতে সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও পাঁচ পুলিশ সদস্য আহত হন।
দুদিন আগের ওই ঘটনায় রোববার রাতে লালবাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলার করার কথা সোমবারই বিকালে জানায় পুলিশ।
মামলায় যে পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যেই প্রথমেই রয়েছেন তানভীর কাদেরি ওরফে শমসেদ ওরফে আবদুল করিম।
তার সঙ্গে তার স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, তাদের ছেলে তাহরীন কাদির রাসেল, আফরিন ওরফে প্রিয়তী ও শায়লা আফরিনকেও আসামি করা হয়। এদের মধ্যে তাহরীন ছাড়া সবাই হাসপাতালে রয়েছেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুলশান হামলাকারীদের জন্য বসুন্ধরায় ‘আবদুল করিম’ নাম ব্যবহার করে যিনি বাসা ভাড়া নিয়েছিলেন, তার ছবির সঙ্গে আজিমপুরে নিহতের চেহারার মিল পাওয়া গেছে।
আজিমপুরের ওই বাসা থেকে উদ্ধার ১২-১৩ বছর বয়সী এক কিশোর নিহত ওই ব্যক্তিকে তার বাবা রাজশাহীর বোয়ালিয়ার বাসিন্দা শমসেদ হিসেবে পরিচয় দিয়ে পুলিশকে বলেছে, তিনি বিভিন্ন ছদ্ম নামে জঙ্গিদের জন্য বাড়ি ভাড়া করে দিতেন। আজিমপুরের ওই বাসা ‘শমসেদ’ নামে তিনিই ভাড়া নিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজশাহীর বোয়ালিয়ায় শমসেদ নামে কাউকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, তিনি গাইবান্ধার বাসিন্দা তানভীর কাদেরি।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ওই হামলার কিছুদিন আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে হামলাকারীরা আশ্রয় নিয়েছিল। সেই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল ‘আব্দুল করিম’ নামে। করিম আর শমসেদ একই ব্যক্তি বলে পুলিশের ধারণা।
গত ২৭ অগাস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘নব্য জেএমবির’ শীর্ষ নেতা তামিম চৌধুরী পুলিশের এক অভিযানে নিহত হন। এরপর ২ সেপ্টেম্বর নিহত হন তামিমের ‘সেকেন্ড ইন কমান্ড’ জাহিদুল ইসলাম, যিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়া একজন মেজর।
পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক রাতে সাংবাদিকদের বলেছিলেন, “রূপনগরে অপারেশনের পরে আমরা জানতে পেরেছিলাম, রূপনগরে যে মারা গেছে জাহিদ তার ফ্যামিলি এবং আরো দুই তিনজন জঙ্গি আজিমপুর এলাকায় কোথাও লুকিয়ে আছে। আমরা বেশ কয়েকদিন যাবৎ এটা তল্লাশি করতেছি। আজকে তল্লাশিতে আমরা তাদের আশ্রয় খুঁজে পেয়েছি।”
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ