আজিমপুরে নিহত যুবক ‘গুলশান হামলাকারীদের সহযোগী’
লিটন হায়দার ও গোলাম মুজতবা ধ্রুব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2016 12:01 AM BdST Updated: 11 Sep 2016 12:05 AM BdST
রাজধানীর আজিমপুরে পুলিশি অভিযানে নিহত যুবক গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সহযোগী বলে ধারণা পুলিশের।
শনিবার সন্ধ্যায় আজিমপুরে বিজিবি সদরদপ্তরের ২ নম্বর গেইটের একটি বাসায় পুলিশের অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত এবং তিন নারী আহত হন।
রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, নিহত যুবকের সঙ্গে গুলশান হামলায় সংশ্লিষ্টতার সন্দেহভাজন একজনের চেহারার মিল রয়েছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার কিছুদিন আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে হামলাকারীরা আশ্রয় নিয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে। ওই ফ্ল্যাটের মালিক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসান এবং ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্বে থাকা তার ভাগ্নে আলম ও ভবনের ব্যবস্থাপক তুহিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
‘আব্দুল করিম’ ছদ্মনামে এক ব্যক্তি ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল বলে জানান আইজিপি।

এছাড়া ওই বাসায় আহত তিন নারীর মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামের স্ত্রী হতে পারেন বলে ধারণার কথা জানান শহীদুল হক।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “একজন মেজর জাহিদের স্ত্রী হতে পারেন। তবে আমরা নিশ্চিত না।”
গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম নিহত হন। প্রায় দুই বছর আগে মেজর পদ থেকে ইস্তফা দেওয়া জাহিদ নব্য জেএমবির সামরিক কমান্ডার ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন।
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ