সব হামলার নেতৃত্বেই তামিম: আইজিপি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016 11:56 PM BdST Updated: 31 Aug 2016 01:25 AM BdST
-
-
তামিম চৌধুরী
-
নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে নিহত তামিম চৌধুরীই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত সব হামলার নেতৃত্বে ছিলেন বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মাস্টারমাইন্ড তামিম চৌধুরী, তিনি শুধু এই গুলশান-শোলাকিয়া নয়, নর্থ বেঙ্গল, ঢাকা, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গায় যতগুলো ঘটনা ঘটেছে, সবগুলো তামিম চৌধুরীর নেতৃত্বে ঘটেছে।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহতের পর কানাডা প্রবাসী তামিম চৌধুরীর নাম আলোচনায় আসে। পুলিশ বলে, ‘নব্য জেএমবি’ নেতা তামিমের পরিকল্পনায় গুলশানের ওই হামলা হয়।
এরপর তার সন্ধান চেয়ে তথ্যের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ।
গত শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়িতে অভিযানের পর পুলিশ জানায় সেখানে নিহত তিন জঙ্গির মধ্যে তামিম চৌধুরী রয়েছেন।

তামিম চৌধুরী
“তারা অত্যন্ত সফলভাবে অভিযান (নারায়ণগঞ্জে)পরিচালনা করেছে,” বলেন তিনি।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহতদের পুলিশ সদস্যদের সহায়তার জন্য বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি।
ওই দুই ঘটনায় নিহত চার পুলিশের পরিবারকে ডিএমপির পক্ষ থেকে ১ কোটি ৬ লাখ টাকা এবং গুলশান হামলায় আহত তিন পুলিশ সদস্যকে ৪ লাখ টাকা দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১৬ লাখ টাকা এবং আহত পুলিশ সদস্যদের ২ লাখ টাকা দেওয়া হয়।
এর মধ্যে গুলশানে নিহত সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমার নামে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, তার দুই সন্তানের নামে ২০ লাখ টাকার স্থায়ী আমানত এবং বনানী থানার ওসি সালাউদ্দীনের স্ত্রী রেম কিমের নামে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ও তার দুই সন্তানের নামে ২২ লাখ টাকার স্থানীয় আমানত রয়েছে।

অনুষ্ঠানের জানানো হয়, গুলশানে হামলায় ২৬ জন পুলিশ সদস্য আহত হন, যাদের তিনজন এখনও সিএমএইচে চিকিৎসাধীন।
তারা হলেন- এসআই ফারুক হোসেন, সুজন কুমার কুণ্ডু ও এএসআই নূর জামাল। তাদের স্বজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালালে পরিস্থিতি সামাল দিতে গিয়ে বোমায় নিহত হন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ও বনানী থানার ওসি সালাউদ্দীন।
এর এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের সকালে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা হয়।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’