৩ জঙ্গিরই গুলি লেগেছে মাথায়

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত তিন জঙ্গিই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 10:52 AM
Updated : 28 August 2016, 12:08 PM

তিনজনের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন জনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। তিন জনই আমাদের কাছে অজ্ঞাতপরিচয়। তবে মিডিয়াতে যাকে তামিম বলা হচ্ছে, তার মাথায় একটি গুলি পেয়েছি।”

এই চিকিৎসক জানান, বাকি দুজনের মাথায় গুলি লেগে বের হয়ে গেছে। তাদের হাতে বোমার স্প্লিন্টারের আঘাতও রয়েছে।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শনিবার সকালে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। পরে র‌্যাবসহ অন‌্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়।

জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রোববার একটি মামলাও করেছে পুলিশ।

সন্ত্রাস দমন আইনের এ মামলার আসামির তালিকায় ‘নব‌্য জেএমবির’ শীর্ষনেতা তামিম আহমেদ চৌধুরীসহ নিহত তিনজনের কথা বলা হলেও দুজনের নাম সেখানে লেখা হয়নি।

তাদের একজন যশোরের এমএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলে রাব্বি বলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ইতোমধ‌্যে নিশ্চিত করেছে। আর নিহত অন্যজন ঢাকার ধানমণ্ডির তাওসীফ হোসেন বলে পুলিশের ধারণা।