রিমান্ডে চার নারী জেএমবি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির গ্রেপ্তার চার নারী সদস্যকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 10:58 AM
Updated : 17 August 2016, 10:58 AM

মিরপুর থানার ওসি (তদন্ত) শাহজালাল আলম সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বুধবার জেএমবির চার সদস্যকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি নিয়ে বিচারক প্রণব কুমার হুই পাঁচ দিন হেফাজত মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার মিরাশ উদ্দিন জানিয়েছেন।

যাদেরকে জিহ্ঞাসাবাদের অনুমিত দেওয়া হয়েছে তারা হলেন- মানারত বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী আকলিমা রহমান, মৌ ও মেঘনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ঐশী।

ঐশীর পক্ষে তার আইনজীবী জামিনের আবদেন করলেও বিচারক তা নাকচ করে দেন।

জেএমবির ওই চার নারী সদস্যের মধ্যে আকলিমাকে সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড এলাকা  থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মগবাজার থেকে ঐশী এবং মিরপুর-১ এর জনতা হাউজিং থেকে মৌকে গ্রেপ্তার করা হয়।

আর মৌয়ের কাছ থেকে তথ্য পেয়ে জনতা হাউজিংয়ের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয় মেঘনাকে।