ঢাকায় ৪ ‘নারী জেএমবি’ আটক

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 03:44 AM
Updated : 16 August 2016, 06:58 AM

র‌্যাব-৪ এর সিপিসি ১ এর অধিনায়ক মেজর সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকদের একজন জেএমবির নারী বিভাগের উপদেষ্টা, অন্যরা তার সহযোগী।”

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম প্রকাশ করতে রাজি হননি এই র‌্যাব কর্মকর্তা।

মঙ্গলবার র‌্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে এবং টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ এই জঙ্গি দলের সাত নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং উগ্র মতবাদের বই।

টাঙ্গাইলে গ্রেপ্তার তিনজন জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ বাংলাদেশে সাম্প্রতিক উগ্রপন্থিদের বিভিন্ন নাশকতার ঘটনায় জেএমবিকেই দায়ী করে আসছেন পুলিশ কর্মকর্তারা।  

গত কয়েক মাস ধরে নিখোঁজদের তালিকায় যারা জঙ্গিবাদে জড়িয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন।