গুলশানে হামলা: প্রত্যক্ষদর্শী দুই তরুণীর জবানবন্দি
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016 09:17 PM BdST Updated: 14 Aug 2016 09:21 PM BdST
-
অপারেশন থান্ডারবোল্টের পর হলি আর্টিজান বেকারি
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী দুই তরুণী আদালতে সাক্ষী হিসেবে ঘটনা বর্ণনা করে জবানবন্দি দিয়েছেন।
ফায়রুজ মালিহা ও তাহানা তাসমিয়া রোববার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকার দুজন মহানগর হাকিমের কাছে জবানবন্দি দেন।
হাকিম এস এম মাসুদ জামানের খাসকামরায় ফায়রুজ মালিহা এবং হাকিম সত্যব্রত সিকদারের আদালতে তাহানা তাসমিয়া জবানবন্দি দেন বলে জানান আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই ফরিদ মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা সেদিন ইফতার করতে হলি আর্টিজানে গিয়েছিলেন বলে জানান।এরপরই তারা জঙ্গি হামলার কবলে পড়েন।”
গত ১ জুলাইয়ের গুলশান হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে এর আগে আরও নয়জন আদালতে জবানবন্দি দিয়ে গেছেন।
তারা হলেন- হলি আর্টিজান বেকারির ক্যাশিয়ার আল-আমিন চৌধুরী সিজান, কর্মী মিরাজ হোসেন, রাসেল মাসুদ, বাবুর্চি মো. শাহিন, শাহরিয়ার, তুহিন, শিশির, রেস্তোরাঁয় খেতে যাওয়া ভারতীয় নাগরিক সত্য প্রকাশ এবং মেট্রোরেল প্রকল্পের পরামর্শক জাপানিদের গাড়ির চালক বাসেদ সরদার।
কূটনীতিকপাড়া গুলশানের এই ক্যাফেতে ১ জুলাই রাতে পাঁচ অস্ত্রধারী ঢুকে সবাইকে জিম্মি করে। তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
এরপর রাতে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে অস্ত্রধারী জঙ্গিরা। সকালে কমান্ডো অভিযানে জঙ্গিরা নিহত হওয়ার সময় মুক্তি পান বাকি ১৩ জিম্মি, যাদের প্রায় সবাই বাংলাদেশি। এদের মধ্যেই ছিলেন মালিহা ও তাহানা।
এই হামলার ঘটনায় গুলশান থানার এসআই রিপন কুমার দাস সন্ত্রাস দমন আইনে যে মামলা করেছেন, তাতে গ্রেপ্তার দেখানো হয়েছে উদ্ধার জিম্মিদের মধ্যে একজন হাসনাত রেজাউল করিমকে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাতের সঙ্গে গ্রেপ্তার আরেক জিম্মি তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই মামলাটির তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
-
খিলগাঁও ও হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
-
কুমিল্লার সঙ্গে ৬ পৌরসভার ভোটেও সিসি ক্যামেরা
-
কিশোরী ও নারীদের ক্ষমতায়ন উদযাপনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’
-
৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
-
ইউক্রেইন যুদ্ধ: রোহিঙ্গা অর্থায়ন নিয়ে ‘চিন্তিত’ ইউএনএইচসিআর
-
রমনা বটমূলসহ ২ মামলার ফাঁসির আসামি হুজি নেতা গ্রেপ্তার
-
উন্নয়ন প্রকল্পে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
-
কামরাঙ্গীরচরে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যু
-
খিলগাঁও ও হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
-
কুমিল্লার সঙ্গে ৬ পৌরসভার ভোটেও সিসি ক্যামেরা
-
কিশোরী ও নারীদের ক্ষমতায়ন উদযাপনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’
-
৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
-
সিভিএফ বাংলাদেশের নেতৃত্বে হয়ে উঠেছে জলবায়ু ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর: প্রধানমন্ত্রী
-
ইউক্রেইন যুদ্ধ: রোহিঙ্গা অর্থায়ন নিয়ে ‘চিন্তিত’ ইউএনএইচসিআর
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ