গুলশান হামলার আরেক ‘হোতা’ মারজান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2016 03:45 PM BdST Updated: 15 Aug 2016 08:17 PM BdST
-
পুলিশ বলেছে, মারজান তার ‘সাংগঠনিক’ নাম
-
হলি আর্টিজান বেকারি, কমান্ডো অভিযানের পর।
-
গুলশানের পাঁচ হামলাকারীর এই ছবি প্রকাশ করে আইএস।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার আরেক হোতার ‘সাংগঠনিক নাম’ জানিয়ে পুলিশ বলেছে, তার সঙ্গে যোগাযোগ করেই রেস্তোরাঁটিতে অবস্থানরত জঙ্গিরা ভেতরের ছবি পাঠিয়েছিল।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, “গুলশানের ঘটনায় যে পাঁচজন এসেছিল, তারা দুটি ভাগে বিভক্ত হয়ে হেঁটে এসেছিল। তারা এসেছিল বসুন্ধরার বাসা থেকে এবং একটা সময় পর্যন্ত তাদের মূল মাস্টারমাইন্ড (তামিম) সঙ্গে ছিল শুধুমাত্র অনুপ্রাণিত করার জন্য।
“পরে তার পক্ষে আরেকজন সন্ত্রাসী যে শীর্ষ পর্যায়ের একজন সংগঠক, একজন মাস্টারমাইন্ড; তার সঙ্গে যোগাযোগ করেই তারা (ভেতরের জঙ্গি) ছবি পাঠিয়েছে। অবশ্য সরাসরি কাউকে ছবি পাঠানো হয়নি। ছবি পাঠানো হয় একটি আইডিতে। আর অন্যান্য যে কমিউনিকেশন, যেগুলো আমরা পেয়েছি, সেগুলো তার সঙ্গে ছিল।”
তামিমকে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ২২ জনকে হত্যার পেছনের মূল ব্যক্তি বলে মনে করছে পুলিশ। ২৬ জুলাই কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয়জন নিহতের পর যে মামলা হয়েছে তাতেও তাকে আসামি করা হয়েছে।

হলি আর্টিজান বেকারি, কমান্ডো অভিযানের পর।
“আমরা তার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পাইনি। সেই ছবির সূত্র ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”
মারজান বাংলাদেশি কি না- জানতে চাইলে অতিরিক্ত এই পুলিশ কমিশনার বলেন, “সে বাংলাদেশি এবং সম্ভবত ঢাকা শহরের কোথাও থাকতে পারে।”
মনিরুল বলেন, “মারজান পড়াশুনা কোথায় করেছে, তা আমরা বুঝতে পারিনি। এদের সঙ্গে (বৃহস্পতিবার গ্রেপ্তার পাঁচজন) কথা বলে এবং অন্যান্য সময় যারা ধরা পড়েছে, তাদের রিমান্ডে এনে কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে, সে (মারজান) মোটামুটি শিক্ষিত তরুণ।”
সন্ত্রাসী হামলার প্রায় ১২ ঘণ্টা পর সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে গুলশানের ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। সে সময় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে জেএমবি সদস্য হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

গুলশানের পাঁচ হামলাকারীর এই ছবি প্রকাশ করে আইএস।
তার বিষয়ে জানতে চাইলে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, “বাইরে থেকে পাঁচজন জঙ্গি গুলশানের ঘটনায় এসেছে। ভেতরে সাইফুল কাজ করতো। এই গ্রুপের সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না- সেটি তদন্ত শেষ না হলে বলতে পারছি না।”
এদিকে মারজানের তথ্য চেয়ে মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে তাকে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ‘সন্দেহভাজন’ বলা হয়েছে।
তার ব্যাপারে কোনো তথ্য থাকলে “Hello CT” অ্যাপ এর মাধ্যমে জানানোর অনুরোধও জানিয়েছে পুলিশ।
-
শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
-
অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
-
হজের খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা
-
খিলগাঁও ও হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
-
কুমিল্লার সঙ্গে ৬ পৌরসভার ভোটেও সিসি ক্যামেরা
-
কিশোরী ও নারীদের ক্ষমতায়ন উদযাপনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’
-
৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
-
ইউক্রেইন যুদ্ধ: রোহিঙ্গা অর্থায়ন নিয়ে ‘চিন্তিত’ ইউএনএইচসিআর
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস