কল্যাণপুরের ‘ঘাটতি মেটাতে’ নতুন জঙ্গি আমদানি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2016 01:09 PM BdST Updated: 12 Aug 2016 01:29 PM BdST
ঢাকার দারুস সালাম এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির পাঁচ সদস্যকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করে পুলিশ বলেছে, কল্যাণপুরে ‘লোকবল ক্ষয়ের ঘাটতি মেটাতে’ তাদের উত্তরবঙ্গ থেকে রাজধানীতে আনা হয়।
Related Stories
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বৃহস্পতিবার রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন- আতিকুর রহমান আতিক, আবদুল করিম বুলবুল, আবুল কালাম আজাদ, মো. মতিউর রহমান ও শাহীনুর রহমান হিমেল।
তাদের কাছে ৮৭৫ গ্রাম জেল বিস্ফোরক ও ২৫টি ডেটোনেটর পাওয়া গেছে বলে পুলিশের ভাষ্য।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশের অভিযানের সময় পাঁচজনকে ধরা গেলেও আরও চারজন পালিয়ে যায়। তাদের নাম নান্নু, সজীব, ইমরান ও জিপসি বলে গ্রেপ্তাররা পুলিশকে বলেছে।
মনিরুল বলেন, “কল্যাণপুরের ঘটনায় নয়জন নিহত হওয়ার পর ঢাকায় জেএমবির কর্মী সঙ্কট দেখা দেয়। তাই এদেরকে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আনা হয়। মূলত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে তাদের ঢাকায় আনা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে।”
আটক পাঁচজনের নাম নিখোঁজদের তালিকায় ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “কয়েক মাস আগে তারা গৃহত্যাগ করেছে বলে আমাদের জানিয়েছে। আমারা তাদের দেওয়া ঠিকানা পেয়ে বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হতে পারব।”

নতুন করে সংগঠিত এই জেএমবিকেই নিও জেএমবি বলছেন পুলিশ কর্মকর্তারা। ১ জুলাই ঢাকার গুলশানে এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলার জন্যও ওই দলের সদস্যদের দায়ী করছেন তারা।
গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর গত ২৬ জুলাই এই কল্যাণপুরেই এক বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নয় জঙ্গি নিহত হন। তারাও জেএমবির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
এদের ‘নিও জেএমবি’ কেন বলা হচ্ছে- এ প্রশ্নে মনিরুল বলেন, “গত এক বছর ধরে আমাদের ব্রিফিং যদি ফলো করেন, তাহলে দেখবেন আমরা বলে আসছি যে জেএমবি দুই ভাগে বিভক্ত হয়েছে। তারা মাওলানা সাইদুর রহমানের জেএমবিতে অনুপ্রবেশ করলেও এখান থেকে একটি গ্রুপ বের হয়ে যায়। ওই গ্রুপটিই নিও জেএমবি।”
এই পুলিশ কর্মকর্তা জানান, গুলশানের ঘটনার পর কল্যাণপুর ছাড়াও বিভিন্ন স্থানের অন্তত দশটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ। গুলশান ঘটনার দিন জঙ্গিরা ভেতর থেকে বাইরে যে ছবি ও মেসেজ পাঠিয়েছিল, তা মারজান (সাংগঠনিক নাম) নামের এক তরুণ ছড়িয়ে দেয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
“সে ঢাকায় অবস্থান করছে। সে শিক্ষিত ছেলে বলে মনে হয়েছে। তার একটি ছবি গোয়েন্দা সদস্যদের হাতে রয়েছে।”
যে দুজনকে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডের হোতা বলে আসছে পুলিশ, সেই তামিম চৌধুরী ও মো. জিয়াউল হক ঢাকাতেই অবস্থান করছেন বলে ধারণা করছেন মনিরুল।
“আমাদের ধারণা, তারা ঢাকাতেই আছেন। আমরাও চেষ্টা করছি এবং অন্য সবার কাছে সহযোগিতা চেয়েছি। ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণাও হয়েছে।”
এদের মধ্যে বরখাস্ত মেজর সৈয়দ মো. জিয়াউল হককে ২০১২ সালে সেনাবাহিনীতে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী বলছে পুলিশ। তিনি জঙ্গি দল আনসার আল ইসলামের হয়ে কাজ করছেন বলে এর আগে মনিরুল রয়টার্সকে জানিয়েছিলেন।
আর কানাডীয় পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক তামিম চৌধুরীকে ‘আইএস এর বাংলাদেশ শাখার সমন্বয়ক’ বলা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে।
তাদের দুজনকে সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ড ও হামলার হোতা হিসেবে চিহ্নিত করে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
-
রাষ্ট্রপতির কাছে ২ দূতের পরিচয়পত্র পেশ
-
অর্থ আত্মসাৎ: ডেসটিনির ভাইস প্রসিডেন্টসহ চারজন কারাগারে
-
বাড়িতে ইয়াবা, হেরোইন: মিরপুরের পলাতক দম্পতির যাবজ্জীবন
-
পশুর হাটে মাস্ক পড়ে ঢুকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
‘আশুলিয়া ও নড়াইলের ঘটনা শিক্ষাঙ্গনে অশনি সংকেত’
-
কারাবন্দি ডেসটিনির হারুনের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
-
শিক্ষক হেনস্তায় কার কী দায়, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
২৪ দিনে হজে গেছেন ৪৪২৩৩ জন, মৃত্যু ৭
-
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে টোল: বাস ৪৯৫, কার ১৪০, বাইক ৩০ টাকা
-
রাষ্ট্রপতির কাছে ২ দূতের পরিচয়পত্র পেশ
-
শিক্ষককে পিটিয়ে খুন: আশুলিয়ার সেই ছাত্র গ্রেপ্তার
-
প্রাথমিকে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী
-
অর্থ আত্মসাৎ: ডেসটিনির ভাইস প্রেসিডেন্টসহ চারজন কারাগারে
-
বাড়িতে ইয়াবা, হেরোইন: মিরপুরের পলাতক দম্পতির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ