দারুস সালামে ৫ ‘জঙ্গি’ আটক

ঢাকার কল্যাণপুরের দারুস সালাম এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি দল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে বিস্ফোরকসহ আটক করার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 04:34 AM
Updated : 12 August 2016, 08:15 AM

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বৃহস্পতিবার গভীর রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের আটক করে।

আটকদের নাম জানাতে না পারলেও ইউসুফ আলী বলেছেন, তারা সবাই নিও জেএমবির সদস্য।

২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে ওই বছর ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে দলটির দুর্বল হয়ে গেলেও গত দুই বছরে তারা নতুন করে সংগঠিত হয়ে একের পর এক হত্যা-হামলা চালাচ্ছে বলে পুলিশের ভাষ্য।

নতুন করে সংগঠিত এই জেএমবিকেই নিও জেএমবি বলছেন পুলিশ কর্মকর্তারা। ১ জুলাই ঢাকার গুলশানে এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলার জন্যও ওই দলের সদস্যদের দায়ী করছেন তারা।      

গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর গত ২৬ জুলাই এই কল্যাণপুরেই এক বাড়িতে আইন-শৃঙ্খলা বহিনীর বিশেষ অভিযানে নয় জঙ্গি নিহত হন। তারাও জেএমবির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য। 

শুক্রবার সংবাদ সম্মেলন করে আটক পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে অতিরিক্ত উপ কমিশনার জানান।