ঢাকার দুটি ‘পিস’ কলেজও বন্ধের নির্দেশ

সব পিস স্কুল বন্ধে সরকারের নির্দেশের পর ঢাকার দুটি ‘পিস’ কলেজের পাঠদানের অনুমতি বাতিল করে প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 01:52 PM
Updated : 11 August 2016, 05:56 PM

গুলশানের ভাটারায় ‘ঢাকা পীস কলেজ’ এবং খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ‘পীসফুল কলেজ’ এর পাঠদানের অনুমতি বাতিল করে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে ঢাকা বোর্ড।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিস স্কুলের পাশাপাশি দেশের সব পিস কলেজ বন্ধে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।”

ঢাকায় একটি পিস স্কুল এবং দুটি পিস কলেজে পাঠদানে বোর্ডের অনুমোদন ছিল বলেও জানান তিনি।

বাংলাদেশে ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধ গত ২ অগাস্ট নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশের পর পরই লালমাটিয়ার বি-ব্লকের ৫/৭ বাড়ির পিস ইন্টারন্যাশনাল স্কুলের সাময়িক নিবন্ধন বাতিল করে ঢাকা শিক্ষা বোর্ড।

মধ্যপ্রাচ্যের দুবাই থেকে প্রচারিত জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে বন্ধের পর ‘পিস স্কুল’গুলোর কর্মকাণ্ডের খোঁজ-খবর নিতে শুরু করে সরকার।

জাকির নায়েকের মতাদর্শ অনুসরণ করেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘পিস’ শব্দ জুড়ে দিয়ে বিভিন্ন নামে এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারী অন্তত দুজন জাকির নায়েকের বক্তব্যে প্ররোচিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর পিস টিভির সম্প্রচার বন্ধে গত ১১ জুলাই সরকারের সিদ্ধান্ত আসে।