সন্ত্রাসে ভীত নই, আছি বাংলাদেশের পাশেই: আবে
এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016 11:05 PM BdST Updated: 02 Aug 2016 11:53 PM BdST
-
ঢাকায় জঙ্গি হামলায় নিহত জাপানিদের স্মরণে টোকিওতে সভা
-
স্মরণসভার পর সাংবাদিকদের মুখোমুখি শিনজো আবে
গুলশানে জঙ্গি হামলায় সাত জাপানি নিহত হওয়ার পরও বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শিনজো আবে।
Related Stories
হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে মঙ্গলবার নিহত সাত জাপানির স্মরণে এক সভায় তিনি বলেন, “সন্ত্রাসীদের ভয়ে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড তো আর বন্ধ থাকতে পারে না। এদের (সন্ত্রাসীদের) জবাব হবে আমাদের সচেতনতা আর কর্মকাণ্ডে।
“বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। এখানে আঘাত লাগা মানে পুরো এশিয়ায় আঘাত লাগা। আমরা এই উগ্রবাদীদের দাপটে মোটেই ভীত নয়, বন্ধুত্বের হাত নিয়ে বাংলাদেশের পাশে সব সময় জাপান আছে, থাকবে।”
বাংলাদেশের উন্নয়নে একক দেশ হিসেবে বৃহত্তম অংশীদার জাপানের যে সাতজন জঙ্গি হামলায় নিহত হয়েছেন, তার ছয়জনেই ঢাকায় মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।
গত বছর বাংলাদেশে এক জাপানি নিহত হওয়ার পর গুলশানের ঘটনায় জাপানে তীব্র ক্ষোভ দেখা দেয়। আবে নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
তারপর আবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। শেখ হাসিনাও এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের উপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান।

স্মরণসভার পর সাংবাদিকদের মুখোমুখি শিনজো আবে
জঙ্গি হামলার ঘটনাটিকে ‘ন্যক্কারজনক ও ঘৃণিত’ কাজ উল্লেখ করে আবে বলেন, “আমি কখনোই চাইনি এই ধরনের খবর শুনতে। আজ যখন আমাদের এই সাহসী মানুষদের আত্মত্যাগে ফুল দিয়ে স্মরণ করছি, তখন অনায়াসে তাদের মুখগুলো আমার সামনে ভেসে উঠছে। এটি অমানবিক ও কাপুরুষদের কাজ।”
স্মরণ সভায় নিহতদের পরিবারের সদস্য ছাড়াও জাপান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল।
গুলশান হামলায় প্রাণে বেঁচে যাওয়া জাইকা কর্মী তামকি ওতানাবে স্মরণসভায় উপস্থিত ছিলেন।
জাইকার কর্মীরা তাদের নিরাপত্তায় সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার প্রধান শিনিচি কিতাওয়াকা বলেন, “আমরা বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছি, আমাদের নাগরিকদের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার আশ্বাস এসেছে। জাপান সরকারও আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
বাংলাদেশের উন্নয়নে জাইকার সব ধরনের কর্মকাণ্ড আগের মতোই বলবৎ থাকবে তিনি আশা প্রকাশ করেন।
“নিহতদের তো আমরা আর তাদের পরিবারের কাছে ফেরত দিতে পারব না, তবে প্রতিটি নিহতদের পরিবারকে দেখভালের দায়িত্ব জাপান সরকার নেবে।”
স্মরণসভায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জাপান সরকার প্রবাসে নাগরিকদের নিরাপত্তার জন্য বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে।
“আমরা বাংলাদেশে জাইকার কর্মীদের জন্য ব্রুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করছি।”
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়ের কথাও বলেন তিনি।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ