স্কলাস্টিকাসহ ৫ প্রতিষ্ঠান উচ্ছেদে স্থগিতাদেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016 07:10 PM BdST Updated: 27 Jul 2016 10:45 PM BdST
-
রাজধানীর গুলশানের আবাসিক এলাকায় মঙ্গলবার বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালায় রাজউক।
গুলশান ও বনানী এলাকায় অনুমোদনহীন প্রতিষ্ঠানে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের মধ্যেই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছে দুই স্কুল ও তিন হোটেল।
এর মধ্যে গুলশান নর্থ এভিনিউতে অবস্থিত স্কলাস্টিকা স্কুল ও গুলশান-২ নম্বরে অবস্থিত অরোরা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ স্থানান্তরের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে।
আর গুলশান-২ নম্বরে অবস্থিত হোটেল হলিডে প্ল্যানেট, হোটেল আমারি ও বনানীর কফি ওয়ার্ল্ড সময়ে পেয়েছে তিন মাস।
পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে এই সময়ে স্কুল কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম চালাতে বলেছে আদালত।
আদালত বলেছে, তবে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান দুটি স্থানান্তরিত না হলে এ বিষয়ে বিবাদীদের পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকবে।
অন্যদিকে হোটেল হলিডে প্যানেট, হোটেল আমারি ও বনানীর কফি ওয়ার্ল্ড উচ্ছেদে তিন মাস পদক্ষেপ না নিতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত এবং বেঁধে দেওয়া সময়ের পর বিবাদীদের পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকবে বলেও আদালত জানিয়েছে।
গুলশানে হামলার পর ওখানে থাকা অনুমোদনবিহীন ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে রাজউক। সোমবার থেকে এসব উচ্ছেদে কার্যক্রম শুরু হয়েছে।
এ অবস্থায় ওখানে থাকা স্কুল ও হোটেল-রেস্টুরেন্ট উচ্ছেদ করা পারে এমন আশঙ্কা থেকে স্কুল ও হোটেলে কর্তৃপক্ষ চলতি সপ্তাহে পৃথক পাঁচটি রিট আবেদন করে, যা বুধবার শুনানির জন্য ওঠে।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আব্দুল কাইয়ূম, ব্যারিস্টার ওমর সাদাত।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
মোখলেছুর রহমান আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
রিট আবেদনে স্থানীয় সরকার সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।
রাষ্ট্রের এই আইন কর্মকর্তা আরো বলেন, কোন ধরনের নোটিস ছাড়া উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই কার্যক্রম ইমারত নির্মাণ বিধিমালার ৩(১) বিধি ও সংশ্লিষ্ট বিধি-বিধানের পরিপন্থি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।
বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
-
পি কে হালদারের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা
-
‘স্পাই কিটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী’
-
একজন পুরোধাকে হারালাম: প্রধানমন্ত্রী
-
গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি
-
উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
-
হাজারীবাগ বেড়িবাঁধ বস্তিতে আগুন, পুড়ল দেড়শ রিকশা
-
চাকরিতে ফেরাতে শরীফের আবেদন নাকচ করল দুদক
-
নর্থ সাউথের চার ট্রাস্টির আগাম জামিনের শুনানি ফের বৃহস্পতিবার
-
‘স্পাই কিটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী’
-
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ‘৫/৬ দিনের মধ্যে’ জানাবেন প্রধানমন্ত্রী
-
গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি
-
একজন পুরোধাকে হারালাম: প্রধানমন্ত্রী
-
একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
-
যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৩ ‘রাজাকারের’ প্রাণদণ্ড
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ