গুলশান হামলায় ভারতীয়সহ দুজনের জবানবন্দি

গুলশানে ক্যাফেতে হামলার দুই প্রত্যক্ষদর্শী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 05:46 PM
Updated : 31 July 2016, 06:34 PM

এরা হলেন- ভারতীয় নাগরিক সত্যপ্রকাশ এবং হলি আর্টিজান রেস্তোরাঁর পাচক শাহীন।

মহানগর হাকিম মাযহারুল ইসলামের খাসকামরায় সত্যপ্রকাশ এবং হাকিম আহসান হাবিবের খাসকামরায় শাহীন জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া জানান।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘটনার বিস্তারিত বিবরণ দেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে জবানবন্দিতে তারা কী বলেছেন তা জানাতে পারেননি তিনি।

গত ১ জুলাই গুলশান ২ নম্বরের এই রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করেন একদল অস্ত্রধারী। পরদিন সকালে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হন।

এরপর সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হন ১৩ জন।

মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর এই দুজনের জবানবন্দি নিতে আদালতে আবেদন করেছিলেন।