বাংলাদেশের সঙ্গে আরও নিরাপত্তা সহযোগিতা চায় ভারত

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অভিন্ন লড়াইয়ে’ বাংলাদেশের সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ভারতের আরও নিরাপত্তা সহযোগিতা চেয়েছেন দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 05:29 PM
Updated : 26 July 2016, 05:29 PM

ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেভাবে বেড়েছে তার জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ‘খুবই গুরুত্বপূর্ণ’। কিন্তু সন্ত্রাসবাদ একে দুর্বল করতে চাইছে।

ভারতের হাই কমিশনার বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা বদলে গেছে এবং সন্ত্রাসবাদ ‘বড় চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে।

এ মাসে গুলশানে জঙ্গি হামলার কথা স্মরণ করে বাংলাদেশকে ভারতের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, “নতুন চ্যালেঞ্জগুলো আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে বাড়তি সহযোগিতা এবং সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে।”

‘সমসাময়িক ভারত, এর পররাষ্ট্র নীতি, নিরাপত্তা কৌশল ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ নিয়ে কথা বলেন হাই কমিশনার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী উপস্থিত ছিলেন।