দরিদ্রদের বিনামূল্যে চক্ষুসেবায় ব্র্যাক-অরবিস চুক্তি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2016 09:06 PM BdST Updated: 26 Jul 2016 09:06 PM BdST
দরিদ্রদের উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিতে ব্র্যাক ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহাখালীর
ব্র্যাক সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের
প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি
ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. কাওসার আফসানা।
অরবিসের পক্ষে ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ডিরেক্টর (অপারেশন্স) মো. আলাউদ্দিন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ব্র্যাক এ তথ্য জানিয়েছে।
চুক্তি আনুযায়ী, কাতার
ডেভেলপমেন্ট ফান্ডের একটি প্রকল্প ‘কাতার ক্রিয়েটিং ভিশন’-এর আর্থিক সহায়তায় অরবিস
ইন্টারন্যাশনাল হতদরিদ্র ও সাধারণ মানুষের চক্ষু চিকিৎসার জন্য দেশের চারটি স্থানে
‘ভিশন সেন্টার’ স্থাপনে ব্র্যাককে সহায়তা দেবে।
দিনাজপুরের খানসামা, ময়মনসিংহের নান্দাইল, খুলনার ডুমুরিয়া ও কুমিল্লার হোমনা উপজেলায় এই সেন্টারগুলো করা হবে।
এসব নির্মাণের সহায়তা
হিসাবে ব্র্যাককে এক কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা দেবে অরবিস। পাঁচ বছর মেয়াদি এই
চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুন মাসে।
অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ বলেন, “আমাদের দেশে অনেকেই চোখের সমস্যায় ভুগছে। প্রাথমিক চিকিৎসাসেবার মাধ্যমে তাদের দেখতে সাহায্য করা অপরিহার্য। সকলের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সমন্বিত হয়ে কাজ করব।”
অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, “আমরা একসঙ্গে কাজ করে গেলে বাংলাদেশে ভিশন ২০২০-এর লক্ষ্য অর্জন সহজ হবে।”
কাতার ডেভেলপমেন্ট ফান্ডের মুখপাত্র বলেন, “শিশুরা যে হারে চক্ষুরোগের শিকার হচ্ছে, তার অর্ধেকটাই প্রতিরোধ করা সম্ভব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক কাজ করার আছে।”
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
-
পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল
-
জবির সাত শিক্ষার্থী কারাগারে
-
পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
-
প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার গাড়ি পদ্মা সেতু পার
-
সেতুতে আড্ডা-সেলফি, হাঁটার সুযোগও নিলেন অনেকে
-
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
-
অভিনেত্রী শিমু হত্যা: তদন্ত প্রতিবেদন দিতে সময় পেল পুলিশ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই