গুলশানে উচ্ছেদ শুরু, বন্ধ হল ১০ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2016 07:36 PM BdST Updated: 26 Jul 2016 07:36 PM BdST
ক্যাফেতে নজিরবিহীন জঙ্গি হামলার পর গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম দিনে ১০টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, যার মধ্যে রেস্তোরাঁ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিউটি পার্লার রয়েছে।
নির্ধারিত সময়ের দুদিন পর মঙ্গলবার বেলা পৌনে ১২টা থেকে গুলশান ১ নম্বরে উচ্ছেদে যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
টানা পাঁচ ঘণ্টার অভিযানে চারটি ভবনের পাঁচটি রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকান, একটি বিউটি পার্লার ও একটি ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠানসহ দুটি প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়।
গুলশান ১ নম্বরের ১ নম্বর সড়কে তিন তলা ভবন এসডব্লিউএস কোরের নিচতলায় ছিল ‘ইস্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান ও মল্লিক স্ন্যাকস নামের একটি ফাস্টফুডের দোকান। ভবনের দ্বিতীয় তলায় ‘ফুড প্যালেস’ নামে একটি রেস্তোরাঁও চলছিল।


ওই ভবনের পাশে ২ নম্বর সড়কে অননুমোদিত পাঁচতলা আরেকটি ভবনের নিচতলায় ফাস্ট ফুডের দোকান সিএফসি গুঁড়িয়ে দেওয়া হয়। ভবনের দোতলায় একটি বিউটি পারলার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে দেওয়া বাকি প্রতিষ্ঠানগুলোও গুলশান-১ নম্বরে আশপাশের এলাকার।
গত ১ জুলাই গুলশান-২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহতের পর আবাসিক এলাকায় অননুমোদিত সব ধরনের প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
পরে গুলশান, বনানী ও বারিধারা এলাকা ঘুরে এ ধরনের ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করেন রাজউক কর্মকর্তারা।
তালিকায় ৩৪২টি রেস্তোরাঁ, ৬২টি আবাসিক হোটেল ও গেস্ট হাউজ, ১৬টি বার, ৫৬টি স্কুল, ৩টি কলেজ, ২৩টি বিশ্ববিদ্যালয় এবং ৫০টি হাসপাতাল ও মেডিকেল সেন্টার রয়েছে।


এদিকে গুলশানে ১ এর তিনতলা ভবন এসডব্লিউএস কোরের মালিক ভিকারুননিসা দিনা বলছেন,তার ভবন থেকে ওই সব স্থাপনা সরিয়ে নিতে রাজউক থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
“অক্টোবর পর্যন্ত আমাদের সময় দেওয়া ছিল। এর আগেই আকস্মিক অভিযানের কারণে আমাদের ব্যাপক ক্ষতি হল।”
তবে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান বলেন, রাজউক যে নোটিশ দিয়েছিল,তা নিয়মিত কাজের অংশ।
“ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের কোনো ধরনের নোটিশ প্রয়োজন হয় না।”
-
‘স্পাই কিটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী’
-
একজন পুরোধাকে হারালাম: প্রধানমন্ত্রী
-
গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি
-
উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
-
হাজারীবাগ বেড়িবাঁধ বস্তিতে আগুন, পুড়ল দেড়শ রিকশা
-
চাকরিতে ফেরাতে শরীফের আবেদন নাকচ করল দুদক
-
নর্থ সাউথের চার ট্রাস্টির আগাম জামিনের শুনানি ফের বৃহস্পতিবার
-
এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মাহফুজ
-
‘স্পাই কিটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী’
-
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ‘৫/৬ দিনের মধ্যে’ জানাবেন প্রধানমন্ত্রী
-
গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি
-
একজন পুরোধাকে হারালাম: প্রধানমন্ত্রী
-
একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
-
যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৩ ‘রাজাকারের’ প্রাণদণ্ড
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ