গুলশান হত্যাকাণ্ডের সূত্র উদঘাটিত: পুলিশ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2016 02:40 PM BdST Updated: 01 Aug 2016 01:43 AM BdST
-
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার হোতাদের চিহ্নিত করার কথা জানিয়ে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জড়িতদের ধরা এখন সময়ের ব্যাপার।
রোববার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “হলি আর্টিজানের বিষয়টি উদঘাটন করতে পেরেছি। সবাইকে গ্রেপ্তার করা সময়ের ব্যাপার। সে কাজ অব্যাহত রয়েছে।”
গত ১ জুলাই গুলশানে নজিরবিহীন সেই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সশস্ত্র বাহিনীর কমান্ডে অভিযানে হামলাকারী ৫ জঙ্গিসহ ছয়জন নিহত হন। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে।
মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিদলগুলোই রয়েছে ওই হামলার পেছনে।
ওই ঘটনায় যে মামলা করা হয়েছে তাতে কমান্ডো অভিযানে নিহত ছয়জনকে আসামি করা হয়েছে।
এছাড়া হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথের উপ-উপাচার্যসহ চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনার ২২ দিন পর রোববার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বলেন, “কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার সূত্র পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
তদন্তে ‘যথেষ্ট সাফল্য’ পাওয়ার দাবি করে তিনি বলেন, “অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।”
-
মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের শফিসহ ৫ জনের রায় বৃহস্পতিবার
-
ঢাকায় খেলার মাঠ ‘হত্যা’ করা হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
-
মন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেপ্তার ১
-
এবার সরকারি ইনজেকশনসহ ঢাকা মেডিকেলের কর্মচারী নেতা গ্রেপ্তার
-
মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
-
শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্থার বিচার দাবিতে শাহবাগে সমাবেশ
-
পদ্মা সেতুর নাট খোলায় গ্রেপ্তার বাইজীদ রিমান্ডে
-
পাকিস্তানের পক্ষ নেওয়া আইনপ্রণেতাদের তালিকাও হবে
-
পদ্মা সেতুতে বাইক নিয়ে সিদ্ধান্ত স্পিড গান-সিসি ক্যামেরা বসানোর পর: প্রতিমন্ত্রী
-
মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের শফিসহ ৫ জনের রায় বৃহস্পতিবার
-
শিমুলিয়া-মাঝির ঘাটে ফেরি আছে, চলবে: নৌ প্রতিমন্ত্রী
-
সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু
-
পদ্মা সেতু: ‘ষড়যন্ত্রকারীদের’ চিহ্নিতে কমিশন গঠনের নির্দেশ আদালতের
-
রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি