‘জঙ্গিবাদ দমনে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016 11:06 PM BdST Updated: 01 Aug 2016 01:42 AM BdST
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে শিক্ষকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত ‘সন্ত্রাস দমনে সুন্দর সমাজের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
সেলিম ভূঁইয়া বলেন, “গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সন্ত্রাসবাদ দমনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরির জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।
“সাথে সাথে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে।”
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ ২৫ জন নিহত হয়, যাদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক।

কমান্ডো অভিযানের জন্য গুলশানের হলি আর্টিজান বেকারির সামনে দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর সাঁজোয়া যান।
সভায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ডিগ্রী পর্যন্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য সরকারের প্রতি দাবিও জানান শিক্ষক সমিতির নেতা মো. সেলিম ভূঁইয়া।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের না থাকা নিয়ে সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষক সমিতির নেতা সেলিম কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ডিগ্রী পযর্ন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের এমপিওভুক্ত করা ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানান।
-
উগ্রবাদীরা অনলাইনে ডেকে যাচ্ছে, তবে সাড়া পাচ্ছে না: সিটিটিসি প্রধান
-
পদ্মা সেতু প্রমাণ করেছে আমরাও পারি: প্রধানমন্ত্রী
-
শেষ হল বাজেট অধিবেশন
-
এ বছরেই ২২টি স্থল বন্দরে ই-গেইট
-
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ৭ সংস্থার এপিআই
-
উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু ঘটনা ঘটেছে: আইনমন্ত্রী
-
যাত্রী কমলেও হতাশ নন লঞ্চ মালিকরা
-
ত্রাণের মোড়ক পলিথিন ডাকছে আরেক বিপদ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’