রেস্তোরাঁ উচ্ছেদ শিগগির, স্কুল-কলেজ ও হাসপাতালকে ৩ মাস
ওবায়দুর মাসুম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2016 11:40 AM BdST Updated: 15 Jul 2016 12:20 PM BdST
-
গুলাশান ২ গোল চত্বর (গুগল স্ট্রিট ভিউ)
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
দুই সপ্তাহ আগে গুলশানের এক রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর অভিজাত এসব এলাকার অননুমোদিত স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
তবে স্কুল-কলেজ ও হাসপাতালগুলো সরিয়ে নিতে কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হবে বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গণপূর্তমন্ত্রী।
“আমরা তাদের তিন মাসের নোটিস দেব। এর মধ্যে অননুমোদিত প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হবে।
স্কুল-কলেজ ও হাসপাতালগুলোকে প্রয়োজনে রাজউকের উত্তরা ও পূর্বাচল প্রকল্পে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে তার জন্য জমি দেওয়ার বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করবে বলে জানান মোশাররফ।
“স্কুল-কলেজ, হাসপাতাল করেছে ব্যবসার জন্য। তারা ব্যবসা করে লাভ করছে, প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে সরিয়ে নিক। তবে রাউজকের প্রকল্পের কিছু খালি প্লটের জন্য আবেদন করলে আমরা বিবেচনা করব।”
রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে এসব স্থাপনা সরানোর বিষয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “তবে অভিযান খুব শিগগির শুরু হবে। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতেই হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
গুলশানের একটি ঘোষিত বাণিজ্যিক এলাকার বাইরে আর কোথাও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হবে না বলে জোর দিয়ে বলেন গণপূর্তমন্ত্রী।
এর মধ্যেই গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিভিন্ন আবাসিক ভবনে গড়ে ওঠা অননুমোদিত হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজিক প্রতিষ্ঠানের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে, যা রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে জমা দেওয়া হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আবদুর রহমান জানিয়েছেন।
রাজউকের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এই সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব প্রতিষ্ঠানই এর আওতায় আছে। তবে আমরা হোটেল-রেস্তোরাঁকে প্রায়োরিটি দিচ্ছি। এগুলো দিয়েই শুরু করব।”
১ ও ২ জুলাই হলি আর্টিজানে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনার পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুলশান ও আশপাশের এলাকায় অননুমোদিত এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়।
এর আগে ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকাসহ বিভিন্ন শহরের আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়।
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
-
কোভিড-১৯: মহাখালীতে চালু হল ২১২টি আইসিইউ শয্যার হাসপাতাল
-
বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা
-
মামুনুল গ্রেপ্তার
-
ডিএনসিসির হাসপাতাল হবে সবচেয়ে বড়, চালু রোববার
-
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
-
ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাই কোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
লকডাউনে জামিন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?