৩৬তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

সরকারি চাকরি প্রত্যাশীদের মধ্যে যারা ছত্রিশতম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন, তাদের লিখিত পরীক্ষায় বসতে হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2016, 09:37 AM
Updated : 14 July 2016, 09:46 AM

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে।

পরীক্ষার বিস্তারিত সূচি কমিশন পরে জানিয়ে দেবে।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।

এর আগে গত ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।