গুলশানে আহত দুই পুলিশ হাসপাতাল ছেড়েছেন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2016, 11:52 AM
Updated : 31 July 2016, 07:31 PM

মঙ্গলবার দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল গফুর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুজনের শারীরিক অবস্থা এখন ভাল। দুই সপ্তাহের বিশ্রাম দিয়ে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।”

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল মো. আলমগীর ও প্রদীপ চন্দ্র দাসকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই পুলিশ নিহত হওয়ার পাশাপাশি ২৬ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এই দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এছাড়া বিদেশি নাগরিকদের বহনকারী গাড়ির চালক আব্দুর রাজ্জাক আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।