‘বাংলাদেশের চাহিদা মত সাহায্য করবে যুক্তরাষ্ট্র’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2016 06:49 PM BdST Updated: 01 Aug 2016 01:30 AM BdST
-
-
নিশা দেশাই বিসওয়াল (ফাইল ছবি)
-
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের চাহিদা অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
Related Stories
ঢাকার গুলশানের ক্যাফে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশ সফররত দেশটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ব্যক্তি বিসওয়ালের সঙ্গে সোমবার বিকালে নিজ মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি আমাদের দৃঢ় প্রত্যয় দিয়ে গিয়েছেন যে, বাংলাদেশের এই সন্ত্রাসবাদ মোকাবেলায় তার দেশ আমাদের পাশে থাকবে।
“পসিবল সব ধরনের হেল্প তারা আমাদের করবেন, টু ফাইট অ্যাগেইনস্ট টেররিজম ইউনাইটেডলি। কী ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন- তা আমরা অ্যাসেস করব। তারপর তাদের জানাব। যেভাবে আমরা চাইব, সেভাবে তারা সহযোগিতা করবেন।”
গত ১ জুলাই গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশিসহ ২০ নিহত হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন একজন।
বাংলাদেশে নজিরবিহীন ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার প্রস্তাব দেওয়ার প্রেক্ষাপটে রোববার দুই দিনের সফরে ঢাকা আসেন নিশা দেশাই বিসওয়াল।
এরপর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুলের হকের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দেন তিনি।
রোববার বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গেও তার বৈঠক হয় তার।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও অন্যদের সহযোগিতা নিতে সম্মত হওয়ায় বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেন নিশা বিসওয়াল।

নিশা দেশাই বিসওয়াল (ফাইল ছবি)

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
জঙ্গিবাদের মতো ‘বড় হুমকি’র বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করায় যুক্তরাষ্ট্র প্রস্তুত- এই বার্তা দিতেই সফরে এসেছেন বলে মন্তব্য করেন নিশা বিসওয়াল।
তিনি বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দৃঢ় যে সন্ত্রাস জয়ী হবে না। যারা আমাদের সমাজে সন্ত্রাস ঢুকানোর চেষ্টা করবে তাদের পরাজিত করতে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও তথ্য থাকবে… আমাদের প্রশিক্ষণ ও সক্ষমতা থাকবে।”
তরুণরা ‘সঠিক পথ খুঁছে নিচ্ছে’ নিশ্চিত করতে বিভিন্ন সম্প্রদায় ও তরুণদের সঙ্গে যুক্ত হতে কাজ করা হবে বলেও জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে মে মাসে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান খুন হওয়ার পরও ঢাকা এসে শ্রিংলার সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি।
সোমবার সকালে পুলিশ পাহারায় বিদেশিদের কাছে জনপ্রিয় গুলশানের ওই রেস্তোরাঁ পরিদর্শন করেন বিসওয়াল; বিকালে তিনি যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
গুলশানের ওই ঘটনার পর বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও জাপান।
গুলশান হামলা নিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের দায় স্বীকারের খবর এলেও শোলাকিয়া নিয়ে আসেনি। পুলিশ বলছে, আইএস নয়- দুই ঘটনায়ই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি জড়িত।
সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক, র্যারপ্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের প্রধান মনিরুল ইসলাম।
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
-
কোভিড-১৯: মহাখালীতে চালু হল ২১২টি আইসিইউ শয্যার হাসপাতাল
-
বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা
-
মামুনুল গ্রেপ্তার
-
ডিএনসিসির হাসপাতাল হবে সবচেয়ে বড়, চালু রোববার
-
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
-
ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাই কোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
লকডাউনে জামিন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?