পুলিশের কাছে নেই হাসনাত!
লিটন হায়দার ও গোলাম মুজতবা ধ্রুব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2016 10:52 PM BdST Updated: 01 Aug 2016 01:28 AM BdST
-
হলি আর্টিজানে কমান্ডো অভিযান শুরুর আগের এক ছবিতে ক্যাফের ছাদে দুই ব্যক্তির সঙ্গে হাসনাত রেজাউল করিমকে দেখা যায়।
-
অভিযান শুরুর আগের এক ভিডিওতে ক্যাফে থেকে হাসানাত রেজা করিমকে সপরিবারে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
-
অভিযান শুরুর আগের এক ভিডিওতে ক্যাফের দরজায় দেখা যায় হাসানাত রেজা করিমকে।
-
তাহমিদ হাসিব খান
গুলশানের হলি আর্টিজানে কমান্ডো অভিযানের পর যাদের উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে পুলিশের সন্দেহে থাকা দুজনের খোঁজ মিলছে না।
এরা হলেন- নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান (২২)।
হামলার আট দিন পরেও তারা বাসায় ফেরেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় যে মামলা হয়েছে তাতে উদ্ধারদের তালিকায় নাম থাকলেও আসামিদের মধ্যে ওই দুজনের নাম নেই।

হাসনাত রেজা করিম। ফেইসবুক থেকে নেওয়া ছবি
গুলশানের ওই ক্যাফেতে ১ জুলাইয়ের জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাতের বিরুদ্ধে হামলায় সম্পৃক্ততার সন্দেহের কথা উঠে আসে ফেইসবুকে।
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে যোগাযোগের কারণে হাসনাতকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অব্যাহতি দিয়েছিল বলে গণমাধ্যমের খবর। ক্যাফেতে নিরাপত্তা বাহিনীর অভিযানে যে পাঁচ হামলাকারী নিহত হন, তাদের মধ্যে নিবরাজ ইসলামও ঢাকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
অন্যদিকে ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। একদিন আগে দেশে ফিরে হামলার দিন ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই ক্যাফেতে গিয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।
এই ঘটনায় দায়ের করা মামলায় জীবিত অবস্থায় যে ৩২ জনকে উদ্ধারের কথা বলা হয়েছে, সে তালিকায় হাসনাত ও তাহমিদের নাম রয়েছে।

অভিযান শুরুর আগের এক ভিডিওতে ক্যাফের দরজায় দেখা যায় হাসনাত রেজা করিমকে।

অভিযান শুরুর আগের এক ভিডিওতে ক্যাফে থেকে হাসনাত রেজা করিমকে সপরিবারে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
গত মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সন্দেহের তালিকায় থাকা উদ্ধার হওয়া জিম্মি হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান তাদের হেফাজতেই আছেন।
পুলিশ এখন তাদেরকে নিজেদের জিম্মায় রাখার কথা অস্বীকার করলেও দুজনের বাবা বলছেন, তাদের ছেলেরা গোয়েন্দা পুলিশের কাছেই আছে।
হাসনাতের বাবা এম রেজাউল করিম শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিবি ওকে নিয়ে যাবার সময় বলেছিল বাসায় পৌঁছে দেবে। কিন্তু এখন তো ওর সঙ্গে দেখাও করতে পারছি না।”
তিনি বলেন, হাসনাত অসুস্থ। দুই দফায় তার হার্টের অপারেশন হয়েছে। নিয়মিত তাকে ওষুধ খেতে হয়।
“এই কয়দিন হাসনাত হার্টের ওষুধ খেতে পারছে কি না জানি না।”

কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান হামলার আগের দিন দেশে ফেরেন।
হাসনাতকে ফিরে পেতে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে মামলা না হলে করার কিছু নেই বলে তারা জানিয়েছেন।
এদিকে তাহমিদের বাবা আবু লূৎফে ফজলে রহিম খান ওরফে শাহরিয়ার খান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাহমিদ ডিবির কাছে আছে বলে তার বিশ্বাস।
“দেশের প্রয়োজনে তাকে আরও রাখার প্রয়োজন থাকলে রাখুক, কোনো আপত্তি নেই। তবে তাকে মানসিক চিকিৎসক দেখানো খুবই জরুরি।”
জঙ্গি নির্মূলে সবার এগিয়ে আসা উচিত মন্তব্য করে এ বিষয়ে সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
-
ভোটের হারে ‘অশনি সংকেত’ দেখছেন মাহবুব তালুকদার
-
জন্মতারিখ বদলের ‘অযৌক্তিক’ আবেদনে জটিলতা বাড়ে: আইনমন্ত্রী
-
৯ জেলায় নতুন ডিসি
-
৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট
-
কুয়াশায় বিমানবন্দরে সূচি গড়বড়
-
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনমন বাংলাদেশের
-
কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন