গুলশান হামলা: ফ্রান্স দূতাবাসের অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল

গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে ঢাকায় ফ্রান্সের দূতাবাস ১৪ জুলাই নির্ধারিত তাদের জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2016, 12:31 PM
Updated : 31 July 2016, 07:16 PM

এ প্রসঙ্গে বুধবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, “শোকের এ মুহূর্ত উদযাপনের জন্য নয়।”

শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে বন্দুকধারীরা। নিহত বিদেশিদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি এবং একজন ভারতীয়।

বন্দুকধারীদের হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তাও।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার এবং হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে খবর এসেছে।

হলি আর্টিজান বেকারিতে ওই হামলার পরদিন সকালে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয়, সে সময় ছয়জন নিহত হন, যাদের আসামি করে মামলা করেছে পুলিশ।