দুই পুলিশ কর্মকর্তার লাশ ঢাকা মেডিকেলে

রাজধানীর গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2016, 10:56 AM
Updated : 31 July 2016, 06:46 PM

শনিবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানিয়েছেন।।

“ময়নাতদন্তের জন্য ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।”

শুক্রবার রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার আধা ঘণ্টার মধ্যে সেখানে ছুটে গিয়েছিলেন এসি রবিউল ও ওসি মো. সালাউদ্দিন।

সেসময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে তারা দুইজনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আহতদের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসি সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে রাতেই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান নিশ্চিত করেছিলেন।

এরপর রাত সোয়া ১টার দিকে একই হাসপাতালে রবিউলের মৃত্যুর কথা জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

এরপর দুই পুলিশ কর্মকর্তার লাশ ইউনাইটেড হাসপাতালেই ছিল।

শুক্রবার রাত পৌনে ৯টায় শুরু হওয়া ওই জিম্মি সংকট শেষ হয় শনিবার কমান্ডো অভিযানের মধ্যে দিয়ে।

অভিযানের সময় ওই ক্যাফে থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদে;র রাতেই ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হত্যা করে বলে আইএসপিআরের একং সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইএসপিআর।