দুই পুলিশ কর্মকর্তার লাশ ঢাকা মেডিকেলে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2016 04:56 PM BdST Updated: 01 Aug 2016 12:46 AM BdST
-
-
-
-
বনানীর ওসি সালাউদ্দিন
-
-
-
-
রাজধানীর গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
Related Stories
শনিবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানিয়েছেন।।
“ময়নাতদন্তের জন্য ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।”
শুক্রবার রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার আধা ঘণ্টার মধ্যে সেখানে ছুটে গিয়েছিলেন এসি রবিউল ও ওসি মো. সালাউদ্দিন।
সেসময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে তারা দুইজনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আহতদের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসি সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে রাতেই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান নিশ্চিত করেছিলেন।
এরপর রাত সোয়া ১টার দিকে একই হাসপাতালে রবিউলের মৃত্যুর কথা জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
এরপর দুই পুলিশ কর্মকর্তার লাশ ইউনাইটেড হাসপাতালেই ছিল।
শুক্রবার রাত পৌনে ৯টায় শুরু হওয়া ওই জিম্মি সংকট শেষ হয় শনিবার কমান্ডো অভিযানের মধ্যে দিয়ে।
অভিযানের সময় ওই ক্যাফে থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদে;র রাতেই ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হত্যা করে বলে আইএসপিআরের একং সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইএসপিআর।
-
উপহার হিসেবেও টিকা পাঠাবে ভারত: স্বাস্থ্যমন্ত্রী
-
পৌর ভোট: চতুর্থ ধাপে ৩২৯০ জনের মনোনয়নপত্র জমা
-
ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ
-
ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
-
সুনাম ক্ষুণ্ন করতে সহিংসতা করে: ইসি সচিব
-
করোনাভাইরাস: জাতীয় কবিতা উৎসব স্থগিত
-
দীপন হত্যা: বহিষ্কৃত মেজর জিয়াসহ ৮ আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ
-
খসড়া প্রকাশ: ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৫ লাখ নাম
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ