গুলশানে জিম্মি সঙ্কট: জাপানের একজন জীবিত উদ্ধার, নিখোঁজ ৭
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2016 02:03 PM BdST Updated: 01 Aug 2016 12:46 AM BdST
ঢাকার গুলশানের রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় জিম্মি পরিস্থিতি থেকে গুলিবিদ্ধ ও জখম অবস্থায় জাপান নিজ দেশের এক নাগরিককে উদ্ধারের খবর দিয়েছে।
শনিবার সকালে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসানের পর জাপানের উপ-মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কোইচি হাগিউদা জানান, ওই জাপানি আশঙ্কামুক্ত।
তাকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, ওই রেস্তোরাঁয় আরও সাত জন খাওয়ার জন্য গিয়েছিলেন, যাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না দেশটির সরকার।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন।
কূটনৈতিক পাড়ার মধ্যে অবস্থিত রেস্তোরাঁটিতে ওই সময় ইতালির বেশ কয়েকজনসহ কয়েকটি দেশের নাগরিকরাও ছিলেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
সকাল সাড়ে ৭টা থেকে একঘণ্টার অভিযান শেষে শ্রীলঙ্কার দুই নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
অভিযানে ৬ অস্ত্রধারী নিহত এবং আরও একজনকে আটক করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানায় আইএসপিআর।
আগের রাতেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম।
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
-
৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ২১%
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’