গুলশানে সন্দেহভাজন তরুণ আটক

ঢাকার গুলশানে জিম্মি সঙ্কেটের মধ্যে হলি আর্টিজান ক্যাফের পেছন থেকে এক সন্দেহভাজন তরুণকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 11:04 PM
Updated : 31 July 2016, 06:44 PM

শনিবার ভোর পৌন ৪টার দিকে ১৮ থেকে ২০ বছর বয়সী ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় আটক করে নিয়ে যেতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান অপরাধ প্রতিবেদক লিটন হায়দার জানান, ওই যুবকের আচরণ ‘সন্দেহজনক’ মনে হওয়ায় পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার নির্দেশনা দেন।

ওই তরুণ নিজের পরিচয়, সেখানে অবস্থানের কারণ বা কীভাবে তিনি রক্তাক্ত হয়েছেন- সেসব বিষয়ে তিনি সন্তোষজনক কোনো বক্তব্য দিতে পারেননি বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য। 

তবে পুলিশের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছের ওই ক্যাফের হামলা হয়। সেখানে বিদেশি অতিথিসহ অন্তত ২০ জন আটকা পড়েছেন বলে ক্যাফের একজন সুপারভাইজার জানিয়েছেন।

ওই ক্যাফে ঘিরে গুলি-বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।