বিদেশি নাগরিকদের সতর্কতা দূতাবাসগুলোর

গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলার পর নাগরিকদের সতর্ক করেছে বিদেশি দূতাবাসগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 08:47 PM
Updated : 1 July 2016, 08:47 PM

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারিতে অস্ত্র নিয়ে ঢোকে কয়েকজন যুবক।

এ সময় সেখানে ২০ জনের মতো বিদেশি নাগরিক অবস্থান করছিলেন বলে ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক সুমন রেজা জানিয়েছেন।

হামলায় আহত হয়ে বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। ওই বেকারি ঘিরে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে পুলিশসহ আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ঘটনার পর থেকেই ওই রেস্তোরাঁ ঘিরে রেখেছে আইন-শৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা। মধ্যরাতেও সেখানে ‘জিম্মি সংকট’ চলছিল।  

এই হামলার পর নাগরিকদের সতর্ক করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, “ঢাকার গুলশান ২ এ হলি বেকারিতে গুলি ও জিম্মি পরিস্থিতির খবর পাওয়া গেছে। নিরাপদ আশ্রয়ে যান এবং ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জানতে সব সংবাদ মাধ্যমের ওপর নজর রাখুন।”

এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ঢাকায় তাদের মিশনে কর্মরত সব আমেরিকান নাগরিক নিরাপদে আছেন। তবে দূতাবাসের বাংলাদেশি কর্মীদের বিষয়ে এখনও নিশ্চিত নন তারা।

ঘটনা এখনও চলতে থাকায় এ হামলার পিছনে কারা-সে বিষয়ে কিছু বলার সময় আসেনি বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হামলার বিষয়ে অবগত করা হয়েছে বলে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন।

হামলার পর ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন গুলশান এলাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে তারা।

অস্ট্রেলীয় নাগরিকদের ‘উচ্চ মাত্রার সতর্কতা’ অবলম্বন করতে বলেছে দেশটির সরকার। গুলশানের হামলার এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ঘটনার অগ্রগতি জানতে সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে বলেছে তারা।